অনলাইন ডেস্কঃ প্রায় ৩০ বছর পর ভারত মহাসাগরে যুদ্ধজাহাজ পাঠাচ্ছে আমেরিকা। চীনের প্রভাবকে চ্যালেঞ্জ জানাতে ও উত্তর কোরিয়ার পারমাণবিক হুমকি মোকাবিলায় ইউএসএস নিমিতজ-এর নেতৃত্বে রণতরী যাচ্ছে ভারত মহাসাগরে।
গতকাল বৃহস্পতিবার সংবাদমাধ্যম এশিয়ান টাইমস এর এক প্রতিবেদন থেকে একথা জানা যায়।
প্রতিবেদনে বলা হয়েছে, আগামীকাল শনিবার তিনদিনের জন্য শ্রীলঙ্কার কলম্বো বন্দরে নোঙর ফেলবে নৌবহরটি। মার্কিন দূতাবাস থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়েছে, ১৯৮০ সালের পর এই প্রথম কোনও নৌবহর পাঠাচ্ছে তারা।
জানা গেছে, তিনদিনে মার্কিন নাবিকরা শ্রীলঙ্কা সফরের সুযোগ পাবেন। এখানকার মানুষের সঙ্গে কথা বলার সুযোগ পাবেন। মার্কিন সেনারা, স্কুল, হাসপাতাল, বৃদ্ধাশ্রমসহ অন্যান্য জনসেবামূলক কাজে অংশ নেবে। স্থানীয় হাসপাতালগুলিতেই যাবেন তারা।
এশিয়ান টাইমসের প্রতিবেদনে বলা হয়, এর মাধ্যম উত্তর কোরিয়ার সঙ্গে পারমাণবিক পরীক্ষা নিয়ে স্নায়ুযুদ্ধে শক্তিমত্তা প্রদর্শন করছে আমেরিকা। চলতি সপ্তাহেই এশিয়া সফর করছেন ট্রাম্প।
এছাড়া এটি শ্রীলঙ্কায় চিনের প্রভাবকে চ্যালেঞ্জ জানানোরও প্রক্রিয়াও হতে পারে।