নিউ ইয়র্কের র‌্যাম্পে হাঁটলেন অন্ত:সত্ত্বা মডেল

নিউ ইয়র্কের র‌্যাম্পে হাঁটলেন অন্ত:সত্ত্বা মডেল


বিনোদন ডেস্কঃ এই প্রথম নিউ ইয়র্ক ফ্যাশন উইকের র‌্যাম্পে হাঁটলেন কোনও অন্ত:সত্ত্বা মডেল। গর্ভাবস্থা এখন আর শাড়ির আঁচল বা ঢিলে পোশাকের আড়ালে লুকিয়ে রাখার জিনিস নয়। গর্ভাবস্থা উপভোগ করার, উদযাপন করার। সেরেনা উইলিয়ামস থেকে শুরু করে কিম কার্দাশিয়ান, শাকিরা, সেলিনা জেটলি, করিনা কাপুর সকলেরই গর্বিত প্রেগন্যান্সি ফোটোশুট ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

এ বার নিউ ইয়র্ক ফ্যাশন উইকের মতো প্রেস্টিজিয়াস মঞ্চে হেটে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুললেন অন্ত:সত্ত্বা মডেল মাইয়া রুথ লি। এই প্রথম নিউ ইয়র্ক ফ্যাশন উইকের র‌্যাম্পে হাঁটলেন কোনও প্রেগন্যান্ট মডেল।

ডিজাইনার মাইক একাস এবং জো লাটা-র শোস্টপার ছিলেন ৮ মাসের প্রেগন্যান্ট মাইয়া। আনবটনড কার্ডিগান ড্রেসের মধ্যে দিয়ে দেখা যাচ্ছিল বেবি বাম্প। সে দিন র‌্যাম্প শো-এ উপস্থিত ভোগ রানওয়ের নিকোল ফেল্পস সেই ছবি ইনস্টাগ্রামে পোস্ট করা মাত্রই তা লাইকের বন্যায় ভেসে যায়।


লিখেছেন, আমি ৮ মাসের অন্তঃসত্ত্বা। নিজেকে এই সময় র‌্যাম্পে দেখা দারুণ অনুভূতি। তবে এই বিষয় বেশ কিছুটা এগিয়েই রয়েছে ভারত। ল্যাকমে ইন্ডিয়া ফ্যাশন উইকে গুরঙ্ক শাহ’র সামার রিসর্ট এডিশনে র‌্যাম্পে হেঁটেছিলেন অন্ত:সত্ত্বা ক্যারল গ্রেসিয়াস। সব্যসাচী মুখোপাধ্যায়ের ফ্যাশন শো-এ দেখা গিয়েছিল গর্ভবতী করিনাকে। হিন্দুস্তান টাইমস।

Post a Comment

Previous Post Next Post