কুলাউড়ায় বিশকুটি (রহঃ) এর জীবন ও কর্ম শীর্ষক সেমিনার

 কুলাউড়ায় বিশকুটি (রহঃ) এর জীবন ও কর্ম শীর্ষক সেমিনার


স্টাফ রিপোর্টারঃ নিজামিয়া বিশকুটি রহঃ স্মৃতি পরিষদের উদ্যোগে কুলাউড়া জনমিলন কেন্দ্রে ছাহেব ক্বিবলাহ বিশকুটি (রহঃ) এর জীবন ও কর্ম শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।
স্মৃতি পরিষদের সাধারন সম্পাদক বদরুল ইসলাম ও শিক্ষক মশহুদ করিম এর যৌথ পরিচালনায় গত শনিবার দিনব্যাপী অনুষ্ঠিত সেমিনারে সভাপতিত্ব করেন আল্লামা ছাহেব ক্বিবলাহ বিশকুটি (রহঃ) এর সুযোগ্য নাতি আব্দুল্লাহ আল নিজাম মশহুদ মাজেদ। তিনি তার বক্তব্যে বলেন, মুর্শিদে বরহক্ব আল্লামা ছাহেব কিবলাহ বিশকুটি (রহঃ) ছিলেন পরশ পাথরের মতো। তাঁর সান্নিধ্যে যারাই এসেছেন তারাই উপকৃত হয়েছেন। তিনি সারাটা জীবন আশরাফুল মাখলুকাতের কল্যানে কাজ করে গেছেন। ইসলামের খেদমতের লক্ষ্যে ভারত উপমহাদেশের বিভিন্ন জায়গায় মসজিদ মাদ্রাসা ও খানকা প্রতিষ্টা করেন, এসব প্রতিষ্ঠানের মাধ্যমে ইসলামের খেদমত অব্যাহত আছে। ছাহেব ক্বিবলাহ (রহঃ) এর এসব খেদমতকে আরো বেগবান করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার আহ্বান জানান।
উক্ত সেমিনারে বক্তব্য রাখেন হিংগাজিয়া সিনিয়র মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুল কুদ্দুস সিদ্দিকী, মৌলভীবাজার টাউন কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শামছুল ইসলাম। আমন্ত্রিত অতিথি ছিলেন কুলাউড়া উপজেলার পরিষদের চেয়ারম্যান আসম কামরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান কাজী মাওলানা ফজলুল হক খান সাহেদ, কুলাউড়া পৌরসভার মেয়র শফি আলম ইউনুছ। এছাড়াও বক্তব্য রাখেন হিংগাজিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল মোনতাকিম, রবিরবাজার আলিম মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল জব্বার, বাবনিয়া হাসিমপুর নিজামিয়া আলীম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুফতি আহসান উদ্দিন, উলুয়াইল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা বশির আহমদ, বড়লেখা আল ইসলাহ’র সাংগঠনিক সম্পাদক নাজির উদ্দিন, নিজামিয়া বিশকুটি (রহঃ) স্মৃতি পরিষদের সভাপতি নজরুল ইসলাম, রাউৎগাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জলিল জামাল, ব্রাহ্মনবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মমদুদ হোসেন, নিজামিয়া এতিম খানার সাধারন সম্পাদক আবুল কালাম, জালালপুর ফাযিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা কবিরুজ্জামন, ভবানিপুর দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আব্দুস সালাম, রবিরবাজার আলিম মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা ইয়াসিন আলী, কুলাউড়া ব্যবসায়ী কল্যান সমিতির সাধারন সম্পাদক আতিকুর রহমান আখই, নিজামিয়া বিশকুটি (রহঃ) স্মৃতি পরিষদের সহ-প্রচার সম্পাদক-শাহ নিজাম উদ্দিন, সমাজ কল্যান সম্পাদক ইমরান আহমদ, অর্থ সম্পাদক আসিদ আলী, জাবের আহমদ, মিছবাউজ্জামান, নিজামিয়া বিশকুটি রহঃ স্মৃতি পরিষদ এর রাউৎগাও ইউনিয়নের আহবায়ক আহসান কবির রাসেল, কর্মধা ইউনিয়নের আহবায়ক বদরুল ইসলাম, টিলাগাও ইউনিয়নের আহবায়ক ইসমাইল আলী, হিংগাজিয়া মাদ্রাসা ছাত্র সংসদের সভাপতি সাদিক আহমদ, বাবনিয়া মাদ্রাসা ছাত্র সংসদের শামছুল ইসলাম প্রমুখ।

Post a Comment

Previous Post Next Post