শ্লীলতাহানির শিকার স্টার জলসার অভিনেত্রী কাঞ্চনা

শ্লীলতাহানির শিকার স্টার জলসার অভিনেত্রী কাঞ্চনা


অনলাইন ডেস্কঃ স্টার জলসার জনপ্রিয় ‘ভজ গোবিন্দ’ সিরিয়ালের অভিনেত্রী কাঞ্চনা মৈত্র বেহালাতে প্রকাশ্য রাস্তায় শ্লীলতাহানির শিকার হয়েছেন। সোমবার রাতে তার গাড়ির সঙ্গে ধাক্কা লাগে এক যুবকের। ধাক্কার পরেই অভিনেত্রীর উপর চড়াও হয় মত্ত ঐ যুবক ছাড়া আরও দুই যুবক।

বেহালা থানায় অভিযোগ দায়ের করেছেন কাঞ্চনা। ইতিমধ্যেই দুজনকে গ্রেফতার করেছে বেহালা থানার পুলিশ।

কী ঘটেছিল জানতে চাওয়া হলে অভিনেত্রী জানান, সোমবার রাতে বেহালার রাস্তা দিয়ে বাড়ি ফিরছিলেন তিনি। বাড়ির ফেরার পথে তার গাড়ির সামনে এসে পড়ে তিন যুবক। তাদের মধ্যে একজনের ধাক্কা লাগায় তারা অভিনেত্রীর গাড়ি ঘিরে ধরে।

এরপর অভিনেত্রীকে কান ধরে উঠাবসা করতে বলে ঐ তিন যুবক। মত্ত অবস্থায় তারা চড়াও হয় অভিনেত্রীর উপর। চড় মারার পাশাপাশি অভিনেত্রীকে হুমকি দেওয়া হয় যে কোনো থানায় তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেও কিছুই করতে পারবেন না কাঞ্চনা।

চিৎকার করে সাহায্য চাইলেও পথচলতি কারও সাহায্য পাননি তিনি। শহর কলকাতার এহেন অমানবিক মুখ দেখে কার্যত হতাশ অভিনেত্রী। কিন্তু সঠিক সময়ে সেখানে উপস্থিত হয় কলকাতা পুলিশের একটি ভ্যান। পুলিশের কাছে সমস্ত ঘটনা খুলে বলায় ঘটনাস্থল থেকেই পুলিশ দুজনকে গ্রেফতার করে।

প্রতিদিনই খবরের শিরোনামে উঠে আসছে শ্লীলতাহানির খবর। এবার কলকাতার জনবহুল প্রকাশ্যে রাস্তাতে শ্লীলতাহানির শিকার হতে হল জনপ্রিয় অভিনেত্রীকে। পেশাগত কারণে প্রায়দিনই রাতে শুটিং সেরে ওই রাস্তা দিয়েই তাকে বাড়ি ফিরতে হয়, তাই কিছুটা আতঙ্কিত হলেও দমে যাওয়ার পাত্রী তিনি নন।

কারণ, কাঞ্চনা মনে করেন ভয় পেয়ে পিছিয়ে গেলে কলকাতার কোনো রাস্তা দিয়েই আর চলাচল করা যাবে না।

Post a Comment

Previous Post Next Post