অনলাইন ডেস্কঃ আগামীতে জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন না রাখার দাবি জানিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস। এছাড়া আসন্ন সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ছাড়াও দলটির ভাষায় নাস্তিক, দুর্নীতিবাজ, দেশদ্রোহী, কালো টাকার মানিক, ঋণখেলাপীর সঙ্গে জড়িত পরিবারবর্গ, ইসলাম বিদ্বেষীদের নির্বাচনে অযোগ্য ঘোষণার দাবি জানানো হয়।
সোমবার (২ অক্টোবর) রাজধানীর আগারগাঁওস্থ নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এ দাবি জানান তারা। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার সভাপতিত্বে এ মতবিনিময় সভায় অন্যান্য নির্বাচন কমিশনাররা ছাড়াও ইসির ভারপ্রাপ্ত সচিব উপস্থিত ছিলেন। ১৫ সদস্য বিশিষ্ট দলটির নেতৃত্ব দেন দলের চেয়ারম্যান হাফেজ মাওলানা শাহ আতাউল্লাহ । এ পর্যন্ত ২০ টি দলের সঙ্গে মতবিনিময় করল সাংবিধানিক প্রতিষ্ঠানটি।
মতবিনিময় সভায় নির্বাচন কমিশনকে নতজানু না হওয়ার দাবি জানানো হয়। নির্বাচনের তফসিল ঘোষনার পর থেকে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় গুলো ইসির অধীন আনার দাবি জানান তারা। এছাড়া নির্বাচনে বিচারকি ক্ষমতা দিয়ে সেনা মোতায়েনের দাবি জানায় দলটি। এছাড়াও দলটির অন্যান্য দাবির মধ্যে রয়েছে ইভিএম ব্যবহার না করা, নির্বাচন সংক্রান্ত সব আইন বাংলায় করা, প্রার্থীদের জামানত ১০ হাজার টাকার মধ্যে রাখা, নির্বাচনী ব্যয় ১০ লাখ টাকার মধ্যে আনা, সকল অবৈধ অস্ত্র উদ্ধার ও লাইসেন্সকৃত সলক অস্ত্র জমা নেয়া, প্রবাসীদের ভোটাধিকারের ব্যবস্থা করা ইত্যাদি।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে অংশীজনদের সঙ্গে সংলাপ শুরু করেছে ইসি। এরই ধারবাহিকতায় এই বৈঠক হয়। ৩১ জুলাই সুশীল সমাজের প্রতিনিধি, ১৬ ও ১৭ অগাস্ট গণমাধ্যম প্রতিনিধির সঙ্গে মত বিনিময় করেছে ইসি। ২৪ অগাস্ট থেকে দলগুলোর সঙ্গে মত বিনিময় শুরু হয়েছে। এ পর্যন্ত ৮টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করল ইসি।