বিনা টিকেটে ট্রেনে চড়ায় ৫১৯ যাত্রীকে জরিমানা

বিনা টিকেটে ট্রেনে চড়ায় ৫১৯ যাত্রীকে জরিমানা


অনলাইন ডেস্কঃ বিনা টিকেটে ট্রেনে চড়ায় কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় ৫১৯ যাত্রীকে জরিমানা করেছেন বাংলাদেশ রেলওয়ে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।

সোমবার সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত কিশোরগঞ্জের ভৈরব বাজার রেলওয়ে জংশন স্টেশনে এ অভিযান পরিচালিত হয়।

ভৈরব রেলওয়ে স্টেশন মাস্টার অমৃত লাল দাস জানান, ঢাকা বিভাগীয় রেলওয়ে ম্যানেজার (ডিআরএম) গাউস আল মনিরের নেতৃত্বে ওই অভিযান পরিচালিত হয়। এতে ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-ভৈরব-কিশোরগঞ্জ, ঢাকা-সিলেট, ময়মনসিংহ-ভৈরব-চট্টগ্রাম, ঢাকা-ভৈরব-ময়মনসিংহ রেলপথে চলাচলকারী ভৈরব রেলওয়ে জংশন স্টেশনে বিরতি দেওয়া ১২টি আন্তনগর, মেইল ও লোকাল ট্রেনের যাত্রীদের টিকেট তল্লাশি করা হয়। এ সময় বিনা টিকেটে ভ্রমণের দায়ে ৫১৯ যাত্রীকে আটক করে টিকেটের মূল্য ও জরিমানা বাবদ এক লাখ ৫৫০ টাকা আদায় করা হয়।

এর আগে গত ২১ অক্টোবর বিনা টিকেটে ট্রেনে চড়ায় ভৈরবে ৩০৮ জন যাত্রীকে জরিমানা করা হয়।

Post a Comment

Previous Post Next Post