ফিফার বর্ষসেরা হলেন যারা

আমিন জাহানঃ যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী হল লন্ডন প্যালাডিয়ামে  সোমবার (২৩ অক্টোবর) ফিফার বর্ষসেরাদের পুরস্কৃত করতে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ফুটবল বিশ্বের সকল তারকারা উপস্থিত ছিলেন। জমকালো এই আয়োজন বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা  হয়।   

বর্ষসেরা কোচ
বর্ষসেরা কোচঃ বর্ষসেরা ফিফা কোচের স্বীকৃতি পেলেন জিদান । সেরা কোচের ক্যাটাগরিতে মনোনয়নে ছিলেন চেলসির ইংলিশ লিগ জয়ী কোচ আন্তোনিও কন্তে এবং জুভেন্টাসের সিরিআ জয়ী কোচ মাসিমিলিয়ানো অ্যালেগ্রি। শেষ পর্যন্ত এই দু’জনকে পেছনে ফেলে বর্ষসেরা ফিফা কোচের স্বীকৃতি পেলেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী সাবেক তারকা ফুটবলার জিদান।

বর্ষসেরা নারী কোচ
বর্ষসেরা নারী কোচঃ ফিফা’র বর্ষসেরা নারী কোচ সেরিনা । এ বছর ফিফা’র বর্ষসেরা নারী কোচের পুরস্কার জিতলেন ইউরো কাপজয়ী নেদারল্যান্ডের কোচ সেরিনা উগম্যান। এই ক্যাটাগরিতে সেরিনার সঙ্গে দৌঁড়ে ছিলেন ফরাসি ক্লাব লিওনে’র কোচ জেরার্ড প্রেচর ও ডেনমার্কের নিলস নিয়েলসেন। 

বর্ষসেরা ফুটবলার
বর্ষসেরা ফুটবলারঃ রিয়াল মাদ্রিদের পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো টানা দ্বিতীয়বারের মতো ফিফা’র বর্ষসেরা ফুটবলারের স্বীকৃতি পেলেন। এই ক্যাটাগরিতে তার প্রতিদ্বন্দ্বী ছিলেন বার্সেলোনার আর্জেন্টাইন ফুটবল বিস্ময় লিওনেল মেসি এবং বার্সেলোনা ছেড়ে রেকর্ডমূল্যে বিশ্বকে কাঁপিয়ে দিয়ে পিএসজিতে যোগ দেওয়া ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার।

বর্ষসেরা নারী ফুটবলার
বর্ষসেরা নারী ফুটবলারঃ ফিফার বর্ষসেরা নারী ফুটবলার মার্টেনস। বার্সেলোনার ডাচ উইঙ্গার লিকে মার্টেনস এবার ফিফার বর্ষসেরা নারী ফুটবলারের ট্রফি জিতেছেন। এই বিভাগে মার্টেনসের সঙ্গে প্রতিযোগিতায় ছিলেন সান্তা ক্লারিতা ব্লু হিটের ভেনেজুয়েলান ডেয়না কাসতেলানোস ও ম্যাচচেস্টার সিটির (হিউস্টন ড্যাশ থেকে লোনে) আমেরিকান মিডফিল্ডার কার্লি লয়েড।

বর্ষসেরা গোলদাতা
বর্ষসেরা গোলদাতাঃ ফিফার বর্ষসেরা গোলদাতা জিরুদ। এই ক্যাটাগরিতে তার প্রতিদ্বন্দ্বী ছিলেন মার্কিন ফুটবল লিগে সান্তা ক্লারিতা ব্লু হিটের ভেনেজুয়েলান নারী ফুটবলার ডেয়না কাসতেলানোস ও দক্ষিণ আফ্রিকার বারোকা ক্লাবের অস্কারাইন মাসুলকো এই ক্যাটাগরিতে জিরুদের প্রতিদ্বন্দ্বী ছিলেন।  

ইংলিশ প্রিমিয়ার লিগে এ বছরের ১ জানুয়ারি ক্রিস্টাল প্যালেসের সঙ্গে ‘স্করপিওন কিক’ গোলের জন্য এ পুরস্কার হাতে উঠেছে তার। পাল্টা আক্রমণে গিয়ে প্রতিপক্ষের রক্ষণকে বোকা বানিয়ে শরীর সামনের দিকে রাখলেও পেছন থেকে উল্টো কিকে দেওয়া তার ওই গোলটি পুরো ফুটবল বিশ্বে সাড়া ফেলে দেয়। 


বর্ষসেরা গোলকিপার
বর্ষসেরা গোলকিপারঃ ফিফার বর্ষসেরা গোলকিপার বুফোন। ফিফার বর্ষসেরা গোলকিপারের পুরস্কার জিতলেন ৩৯ বছর বয়সী ইতালিয়ান গোলরক্ষক জিয়ানলুইজি বুফোন।ইতালিয়ান ক্লাব জুভেন্তাসকে টানা ষষ্ঠ শিরোপা এনে দিতে তার ভূমিকা ছিল অসীম। হয়তো তার এই সাফল্যই হারিয়ে দিল বর্ষসেরার বাকি দুই মনোনিত কেইলর নাভাস ও ম্যানুয়েল নুয়ারকে।

ফিফা ফেয়ার প্লে অ্যাওয়ার্ড
ফিফা ফেয়ার প্লে অ্যাওয়ার্ডঃ গোলরক্ষকের প্রাণ বাঁচিয়ে 'ফিফা ফেয়ার প্লে অ্যাওয়ার্ড' ফ্রাঁসিস কনির। ফুটবল মাঠে প্রতিপক্ষকে যে কোনও মূল্যে হারানোটাই লক্ষ্য থাকে ফুটবলারদের। কিন্তু মাঝে মধ্যে ফুটবল মাঠে এমন ঘটনাও ঘটে যেখানে সবার উর্ধ্বে চলে আসে মানবতা। যেখানে প্রতিপক্ষের আক্রমণভাগের খেলোয়াড় দৌঁড়ে আসছে দেখে বল ক্লিয়ার করতে বক্স ছেড়ে সামনে ছুটে আসেন গোলরক্ষক মার্টিন বারকোভেচ। কিন্তু আগে থেকে উড়ন্ত সেই বলের দিকে নজর রাখা তার দলের ডিফেন্ডার দানিয়েল ক্রচও ছুটে আসতে থাকায় তীব্র বেগে সংঘর্ষ হয় দু’জনের। দু’জনেই ছিটকে লুটিয়ে পড়েন মাটিতে। বারকোভেচের জিহ্বা ভেতরে ঢুকে তার শ্বাস-প্রশ্বাস বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়। এই সময় ত্রাণকর্তার ভূমিকায় আসেন সেই প্রতিপক্ষের আক্রমণভাগেরই খেলোয়াড়। চটজলদি বুদ্ধিতে তিনি বারকোভেচকে বুকে টেনে তার জিহ্বা টেনে বের করে মুখে মুখ দিয়ে বাতাস দিতে থাকেন।
 

এতেইই শ্বাসযন্ত্র সচল হয় বারকোভেচের। প্রাণে বেঁচে যান তিনি।

Post a Comment

Previous Post Next Post