আশরাফের বাড়ি বিক্রির খবরটি মিথ্যা

আশরাফের বাড়ি বিক্রির খবরটি মিথ্যা


অনলাইন ডেস্কঃ সৈয়দ আশরাফের স্ত্রীর চিকিৎসার জন্য বাড়ি বিক্রি করা হয়েছে বলে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ যে খবর প্রকাশিত হয়েছে তা পুরাপুরি মিথ্যা ও ভুয়া বলে অভিযোগ করেছেন সৈয়দ আশরাফুল ইসলামের চাচাতো ভাই এবং তার নির্বাচনী এলাকা কিশোরগঞ্জের বিশ্বস্ত সহচর সৈয়দ আশফাকুল ইসলাম। মঙ্গলবার (২৪ অক্টোবর) তিনি গণমাধ্যমকে বলেন, আমাদের বনানীতে কোনো বাড়িই নেই। বিক্রি করবে কোথা থেকে।

গত ৯ অক্টোবর অসুস্থ স্ত্রীকে বিদেশে দেখতে যাওয়ার পূর্বে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করেন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফ। তখন প্রধানমন্ত্রী তার স্ত্রীর চিকিৎসার ব্যয়ভার বহন করার আশ্বাস দিলে তিনি (আশরাফ) প্রত্যাখ্যান করেন বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে সৈয়দ আশফাকুল ইসলাম বলেন, এ বিষয়ে আমার কিছু জানা নাই।

এর আগে, বিভিন্ন গণমাধ্যমে স্ত্রীর দুরারোগ্য ক্যান্সারের চিকিৎসার খরচ যোগাতে নিজের বনানীর বাড়িটি বিক্রি করে দিয়েছিলেন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। সরকারি সুবিধার সুযোগও তিনি ফিরিয়ে দিয়েছিলেন বলে খবর প্রকাশিত হয়।

Post a Comment

Previous Post Next Post