অল্পেরে জন্য রক্ষা পেলেন ঐশ্বরিয়া রাইয়ের মা

অল্পেরে জন্য রক্ষা পেলেন ঐশ্বরিয়া রাইয়ের মা


অনলাইন ডেস্কঃ অল্পেরে জন্য রক্ষা পেলেন সাবেক মিসওয়ার্ল্ড ও বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাইয়ের মা ব্রিন্দা রাই। জানা গেছে, ব্রিন্দা রাই থাকেন বান্দ্রার লা মের ভবনের ১২ তলায়।

আজ মঙ্গলবার বিকেলে ওই ভবনের ১৩ তলায় আগুন লাগে। ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। যার ফলে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এই ১৬ তলা ভবনের ১০ তলায় এক সময় বসবাস করতেন ক্রিকেটার শচীন টেন্ডুলকার।

ঐশ্বরিয়া অগ্নিকাণ্ডের খবর পেয়ে স্বামী অভিষেক বচ্চনকে নিয়ে ঘটনাস্থলে ছুটে যান এ সময় তাঁদেরকে খুব চিন্তিত দেখাচ্ছিল। ভারতীয় গণমাধ্যমের প্রকাশিত ছবিতে একসঙ্গে দেখা গেছে ব্রিন্দা রাই, ঐশ্বরিয়া ও অভিষেককে।

ঐশ্বরিয়া স্বামী অভিষেকের সাথে জুহুতে বসবাস করেন।

Post a Comment

Previous Post Next Post