'ট্রাম্প মিথ্যাবাদী' বললেন মার্কিন সিনেটর

'ট্রাম্প মিথ্যাবাদী' বললেন মার্কিন সিনেটর
অনলাইন ডেস্কঃ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে মিথ্যাবাদী বলে অভিহিত করেছেন রিপাবলিকান সিনেটর বব ক্রোর্কার। সিএনএনকে দেয়া সাক্ষাৎকারে এ অভিযোগ করেন তিনি।

মঙ্গলবার কর সংস্কার নিয়ে ট্রাম্পের সঙ্গে সিনেটে বৈঠকের আগেই ক্রোর্কার এসব কথা বলেছেন। তিনি বলেন, ট্রাম্প শুধু মিথ্যাবাদীই নন, সারাবিশ্বে যুক্তরাষ্ট্রের অবস্থানকে ছোট করেছেন। ২০১৬ সালের নির্বাচনে ট্রাম্পকে সমর্থন দেয়ায় আক্ষেপও করেন তিনি।

এদিকে ক্রোর্কারের এমন মন্তব্যের জবাবে এক টুইট বার্তায় ক্রোর্কারকে পুনরায় নির্বাচিত হওয়ার অযোগ্য বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

উল্লেখ্য, তিনি ২০১৫ সালে প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে ইরানের সঙ্গে পরমাণু চুক্তির বিরোধিতা করেছিলেন। তবে পরে বলেন, এ চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের সরে আসা উচিত হবে না।

Post a Comment

Previous Post Next Post