ডিসেম্বরে বিয়ে করছেন পাওলি দাম

ডিসেম্বরে বিয়ে করছেন পাওলি দাম

বিনোদন ডেস্কঃ কলকাতার অভিনেত্রী পাওলি দাম আগামী ৪ ডিসেম্বর বিয়ের পিঁড়িতে বসছেন। পাত্র নায়িকার দীর্ঘদিনের প্রেমিক অর্জুন দেব।
কলকাতার তাজ বেঙ্গলে হবে বিয়ের অনুষ্ঠান। অর্জুনের বাড়ি আসামের গুয়াহাটিতে। সেখানেই ১০ ডিসেম্বর বিয়ের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হবে।

আনন্দবাজার জানিয়েছে, বাঙালি মতে বিয়ে করছেন পাওলি। পাওলির লেক গার্ডেন্সের ফ্ল্যাটেই বিয়ের সকালের অনুষ্ঠান হওয়ার কথা। তাজ বেঙ্গলে বসবে সন্ধ্যার আসর। লাল বেনারসিতে সাজবেন পাওলি। পরছেন তার মায়ের ঐতিহ্যবাহী সোনার গয়না। গুয়াহাটির রিসেপশনেও পাওলি সনাতনী সাজেই থাকবেন।

তিন বছর আগে এক পার্টিতে আলাপ হয় পাওলি আর অর্জুনের। তার পরেও একাধিক অনুষ্ঠানে দু’জনের দেখা হয়। প্রেম পর্বের সেই শুরু। অভিনেত্রীকে বিয়ে করলেও অর্জুন কিন্তু মোটেই বাংলা ছবি দেখেন না। বিয়ের পর নবদম্পতি কোথায় মধুচন্দ্রিমায় যাবেন, তা নাকি এখনও ঠিক হয়নি।

Post a Comment

Previous Post Next Post