৭ দিনের মধ্যে মিয়ানমারকে সদস্যদের নাম দেবে বাংলাদেশ

৭ দিনের মধ্যে মিয়ানমারকে সদস্যদের নাম দেবে বাংলাদেশ
অনলাইন ডেস্কঃ এক সপ্তাহের মধ্যে যৌথ ওয়ার্কিং কমিটি গঠন করে মিয়ানমারকে সদস্যদের তালিকা দেয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী।

মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী একথা জানান।

বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণকে ইউনেস্কো ঐতিহাসিক দলিল হিসেবে স্বীকৃতি দেয়ার বিষয়টি জানানোর জন্য এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

এতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যৌথ ওয়ার্কিং কমিটিতে বাংলাদেশের পক্ষে যারা থাকবে, তাদরে নাম আগামী এক সপ্তাহের মধ্যে মিয়ানমারের কাছে পাঠানো হবে।

এর আগে বাংলাদেশ সফরে আসেন মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সু চির প্রতিনিধি। তার ওই সফরকালে সরকার জানায়, মিয়ানমার বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে যৌথ ওয়ার্কিং কমিটির মাধ্যমে কাজ করবে।

মিয়ানমার সেনা ও উগ্রবাদী বৌদ্ধদের হামলা ও নির্যাতনের শিকার হয়ে গত ২৫ আগস্টের পর থেকে বাংলাদেশে এসেছ ৫ লাখের বেশি মুসলিম রোহিঙ্গা।

আন্তর্জাতিক চাপের মুখে তারা রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নেবে বলে জানিয়েছে।

Post a Comment

Previous Post Next Post