কৃষ্ণসাগরে নৌকা ডুবে ২১ শরণার্থীর মৃত্যু

কৃষ্ণসাগরে নৌকা ডুবে ২১ শরণার্থীর মৃত্যু


অনলাইন ডেস্কঃ কৃষ্ণসাগরে শরণার্থী ও অভিবাসীদের একটি নৌকা ডুবে অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এতে ৯ জনের বেশি নিখোঁজ রয়েছে।
শুক্রবার তুরস্ক উপকূলে এ ঘটনা ঘটে।  

এ ব্যাপারে আলজাজিরার খবরে বলা হয়েছে, একটি মাছ ধরার নৌকায় করে তারা রোমানিয়া বা ইউরোপের অন্যকোনো দেশে যাওয়ার চেষ্টা করছিল।

তুরস্কের বৃহত্তম শহর ইস্তাম্বুল থেকে ১৩০ কিলোমিটার দূরের কেফেন জেলার কান্দিরা শহরে দায়িত্বরত কর্মকর্তা মেহমেত ইউনাল বলেন, নৌকাটিতে অন্তত ৭০ জন যাত্রী ছিল বলে মনে করা হচ্ছে, যাদের বেশিরভাগই ইরাকি।

তিনি আরও বলেন, খারাপ আবহাওয়ার কারণে নৌকাটি ডুবে গেছে বলে মনে করা হচ্ছে। কারণ শুক্রবার রাতে তুরস্কের পশ্চিমাঞ্চল ও কৃষ্ণসাগরে ঘূর্ণিঝড় মারিয়ার আঘাতে ব্যাপক ঝড়-বৃষ্টি হয়েছে।

এ দুর্ঘটনায় ৪০ জনকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে তুর্কি কোস্টগার্ড। নিখোঁজদের উদ্ধারে অভিযান অব্যাহত আছে।

Post a Comment

Previous Post Next Post