গাজীপুরে সোয়েটার কারখানায় আগুন

গাজীপুরে সোয়েটার কারখানায় আগুন
অনলাইন ডেস্কঃ গাজীপুর সিটি করপোরেশনের ভোগড়া বাসন সড়ক এলাকায় একটি সোয়েটার কারখানায় আগুন লেগেছে।

শুক্রবার রাত ১০টার দিকে আগুনের সূত্রপাত হয়।

জয়দেবপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. জাকির হোসেন জানান, বাসন সড়ক এলাকায় একটি সোয়েটার কারখানার ৬তলা ভবনের নিচতলায় আগুন লাগে। পরে স্থানীয়রা আগুন নেভাতে চেষ্টা করে এবং ফায়ার সার্ভিসে খবর দেয়।

এক পর্যায়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর আগেই কারখানার নিজস্ব ব্যবস্থাপনা ও স্থানীয়দের সহযোগিতায় আগুন নেভানো হয়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুন লাগার সূত্রপাত। আগুনে কারখানার সুতা ও আসবাবপত্র পুড়ে এবং পানিতে ভিজে আনুমানিক ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। 

Post a Comment

Previous Post Next Post