সিলেটে সড়ক দুর্ঘটনায় আহত ২০

অনলাইন ডেস্কঃ সিলেট সদর উপজেলার খাদিমপাড়া এলাকায় জাফলংগামী একটি বাস খাদে পড়ে অন্তত ২০ জন আহত হয়েছেন। বুধবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন জানান, বুধবার দুপুরে সিলেট থেকে ছেড়ে আসা জাফলংগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদের পড়ে যায়। এতে নারী শিশুসহ ২০ জন আহত হন। এদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।

Post a Comment

Previous Post Next Post