কুলাউড়ায় অটোচালক হত্যার প্রতিবাদে মানববন্ধন

কুলাউড়া প্রতিনিধি:  কুলাউড়া সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন ২৩৫৯ এর আয়োজনে পরিবহন শ্রমিক আসাদ হত্যার প্রতিবাদে  গতকাল বুধবার দুপুরে চৌমুহনী চত্বরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
পরিবহন শ্রমিক ইউনিয়ন উপজেলা সভাপতি আলী হাসান জাহাঙ্গীরের সভাপতিত্বে ও লাইন সম্পাদক জালাল আহমদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য দেন, জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম। এছাড়াও সংহতি প্রকাশ করে বক্তব্য দেন, কুলাউড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নেহার বেগম।
বক্তব্য দেন পরিবহন শ্রমিক ইউনিয়ন ২৩৫৯ এর কুলাউড়া উপজেলার সাধারণ সম্পাদক আজাদ বকস, সাবেক সাধারণ সম্পাদক সোহাগ মিয়া, পরিবহন শ্রমিক জুড়ী উপজেলা সম্পাদক মাসুক আহমদ, কুলাউড়া উপজেলা শাখার কোষাধ্যক্ষ সোয়াবুর রহমান, দপ্তর সম্পাদক মছলু মিয়া, কুলাউড়া-রবিরবাজার লাইন মালিক সমিতির সভাপতি আকুল মিয়া, কুলাউড়া-ঘাটেরবাজার লাইন মালিক সমিতির সভাপতি আব্দুস সহিদ মাখন, রাউৎগাঁও ইউনিয়ন আওয়ামী লীগ নেতা নাসির উদ্দিন মজুমদার, পরিবহন শ্রমিক নেতা শিপলু, সেলিম, জব্বার, আলিম, লিটন প্রমুখ।
বক্তারা বলেন, আগামী এক সপ্তাহের মধ্যে আসাদ হত্যাকারীদের চিহ্নিত করন, ছিনতাই হওয়া গাড়ি উদ্ধার এবং হত্যাকারীর দৃষ্টান্তমুলক শাস্তি দাবি করেন। অন্যথায় কটোর আন্দোলনের হুশিয়ারি দেন তারা।
উল্লেখ্য, অটোরিকশাসহ (সিএনজি) নিখোঁজের ৪ দিন পর গত ৪ সেপ্টেম্বর দুপুরে টিলাগাঁও ইউনিয়নের লংলা চা বাগানের রাবার বাগান থেকে আসাদ (১৯) নামক এক চালকের গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ ও স্থানীয়দের ধারণা অটোরিকশাটি ছিনতাই করে চালক আসাদকে হত্যা করে রাবার বাগানের নির্জন স্থানে ফেলে গেছে ছিনতাইকারীরা।

Post a Comment

Previous Post Next Post