অনলাইন ডেস্কঃ মিয়ানমারের
রাখাইন রাজ্যে হত্যাকাণ্ড বন্ধের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। জাতিসংঘে
নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত নিক্কি হ্যালি মিয়ানমারের প্রতি এ আহ্বান
জানিয়েছেন।
খবর ভয়েস অব আমেরিকার।
ভয়েস
অব আমেরিকার বার্মিজ সার্ভিসকে নিক্কি হ্যালি জানান, মিয়ানমারের
গণতন্ত্রের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন রয়েছে। রাখাইনে বিদ্রোহীদের হামলার
নিন্দা জানান তিনি। একই সঙ্গে মার্কিন এই রাষ্ট্রদূত মিয়ানমারের
নিরাপত্তাবাহিনীকে সতর্ক করে দিয়ে শিগগিরই রাখাইনে বেসামরিক হত্যা বন্ধের
আহ্বান জানান।
নিক্কি
হ্যালি বলেন, আর যেন সহিংসতা না ঘটে সে লক্ষে বার্মিজ নিরাপত্তা বাহিনী
কাজ করেছে, তবে আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলার দায়িত্ব আছে তাদের; যাতে
নির্দোষ বেসামরিকসহ মানবিক সহায়তা কর্মীদের ওপর হামলা থেকে বিরত থাকা ও
প্রয়োজনীয় সহায়তা পৌঁছানো যায়।
