ঈদের নামাজ পড়ে ফেরার পথে ব্রিজ ভেঙে খালে মুসল্লিরা

অনলাইন ডেস্কঃ ঈদের নামাজ আদায় করে বাড়ি ফেরার পথে ব্রিজ ভেঙে খালে পড়লেন মুসল্লিরা। এতে শিশুসহ ১০জন আহত হয়েছেন।
 শনিবার সকাল সাড়ে ১০টায় ময়মনসিংহের ধোবাউড়ায় দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের উত্তর রাণীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের ব্রিজটি ভেঙে ওই দুঘটনা ঘটে।  

  
স্থানীয়রা ছুটে এসে চাপা পড়া লোকজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। এদের মধ্যে গুরুতর আহত ৪ জনকে ধোবাউড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের স্থানীয় ক্লিনিকে চিকিৎসা প্রদান করা হয়।  
  
আহতরা হলেন- আকিকুল ইসলাম (১৫), মায়মনা (৮), খায়রুল ইসলাম (২০), রুবেল মিয়া (২০), আ. কাশেম (৯), কাউসার (৭), মাসকুড়া (৪),  সুমা আক্তার (১০) ও শহিদ (১০)।  
  
স্থানীয়রা জানান, প্রায় ১০ বছর আগে উপজেলা প্রকৌশল বিভাগ থেকে এডিপি’র বরাদ্দ নিয়ে স্থানীয় আ. খালেক মেম্বারের মাধ্যমে ব্রিজটি নির্মাণ করা হয়।  
  
এলাকাবাসীর অভিযোগ, নিম্নমানের নির্মাণ সামগ্রী দিয়ে ব্রিজটি নির্মাণ করার কারনে এ দুর্ঘটনা ঘটেছে।  
  
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদা ইয়াসমিন (ভারপ্রাপ্ত) বলেন, আমি ইতোমধ্যে বিষয়টি জেলা প্রশাসককে জানিয়েছি। 

Post a Comment

Previous Post Next Post