বিনোদন ডেস্কঃ
শাকিব-অপুর ছেলে আব্রাহাম খান জয়ের জীবনের প্রথম ঈদটা ছিল গত রমজানের।
কারণবশত বৃহৎ সেই উৎসবে বাবা শাকিব খানকে কাছে পাননি শিশু আব্রাহাম।
ঈদুল ফিতরে শাকিব খান 'চালবাজ' ছবির শুটিংয়ে ছিলেন লন্ডনে। তবে এ ঈদে সারাদিন বাবার সাথেই কাটছে আব্রাহাম খান জয়ের।
এ
ব্যাপারে শাকিব খান বলেন, এবারের ঈদটা আমার ছেলে জয়ের জন্য। ঈদের সারাটা
দিন সে আমার সাথেই থাকবে। আগেই ওর জন্য জামা-কাপড় কেনা হয়েছে। এ ছাড়াও ছবির
খোঁজ-খবর নিতে হবে। সেদিকটাও মাথায় রেখেছি।
জানা
যায়, এবার ঈদে শাকিব খান অভিনীত দুটি ছবি মুক্তি পাচ্ছে আড়াই শ'র মতো
সিনেমা হলে। ছবি দুটি হচ্ছে 'রংবাজ' এবং 'অহংকার'। দুই ছবিতেই শাকিবের
নায়িকা থাকছেন বুবলী।
উল্লেখ্য, ২০০৮ সালে গোপনে বিয়ের পিঁড়িতে বসেন শাকিব-অপু।