সীতাকুণ্ডে বাস-লরি সংঘর্ষ, আহত ২৮

অনলাইন ডেস্কঃ সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া এলাকায় বাস-লরী সংঘর্ষে অন্তত ২৮ বাস যাত্রী আহত হয়েছে। আজ শনিবার (৯ সেপ্টেম্বর) উপজেলার বাঁশবাড়িয়াস্হ মগপুকুর পাড়ের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পুলিশ ফাড়িঁর পাশে সকাল ১০ টায় এ দূর্ঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শী সৃত্রে জানা যায়, চট্টগ্রামমুখী বাগদাদ পরিবহণেরর একটি যাত্রীবাহী ওভারটেক করতে গিয়ে রাস্তার পাশে দাড়াঁনো একটি লরীকে পিছন থেকে ধাক্কা দেয়। এতে বাসটি সামনের অংশে দুমড়েমুছড়ে যায় এবং বাসে থাকা প্রায় ২৮ যাত্রী কমবেশী আহত হয়। তাদের মধ্যে একজন পুরুষ ও একজন মহিলা যাত্রী গুরুত্বর আহত হয়।

তাদেরকে সীতাকুণ্ড স্বাস্হ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকীদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

বাঁশবাড়িয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির এস আই জাহাঙ্গীর সড়ক দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

Post a Comment

Previous Post Next Post