হিফজুর রহমান তুহিন, কমলগঞ্জ প্রতিনিধিঃ কমলগঞ্জের ঐতিহ্যবাহী সমাজিক সংগঠন সমাজ কল্যাণ পরিষদের কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। শনিবার ( ০৯/৯/১৭ ইং)সকাল ১০ টায় মুন্সিবাজার দারুল হাদীস মাদ্রাসা মিলনায়তনে সাধারন অধিবেশন অনুষ্টিত হয়। সভায় সর্বসম্মতি ক্রমে সমাজ কল্যাণ পরিষদ সভাপতি ফাত্তাহুর রশিদ চৌধুরী মাহফুজ এর সভাপতিত্ত্বে ও যুগ্ম-সাধারন সম্পাদক শামছুল ইসলামের সঞ্চালনায় অনুষ্টিত অধিবেশনে পরিষদের বিগত ১ বৎসরের কার্যক্রমের প্রতিবেদন ও আগামি ১ বছরের পরিকল্পনা তুলে ধরেন সাধারন সম্পাদক হাফেজ লুৎফুর রহমান শিপন। বিগত বছরের আয়-ব্যয় ও আগামি বৎসরের বাজেট উপস্থাপন করেন সহ- সভাপতি তারেক হাসান চৌধুরী। এ সময় পরিষদের উপদেষ্টামন্ডলীসহ, বিভিন্ন ইউনিট, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অধিবেশনে বক্তব্য রাখেন।
দ্বিতীয় অধিবেশনের শুরুতে নির্বাহী পরিষদ কর্তৃক গঠিত নির্বাচন কমিশনের প্রধান কমিশানার মুফতি শামসুল ইসলাম লিয়াকত সাহেব পরিষদের ২০১৭-১৮ সেশনের জন্য মাওলানা লুৎফুর রহমান জাকারিয়াকে পৃষ্টপোষক, মুফতি হিফজুর রহমান ফুয়াদ কে সভাপতি, হাফেজ ফাত্তাহুর রশিদ চৌধুরী মাহফুজ কে নির্বাহী সভাপতি ও লুৎফুর রহমান শিপন কে সাধারন সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট নির্বাহী কমিটির খসড়া উপস্থাপন করেন, এবং সাধারন পরিষদ উপস্থাপিত খসড়া চুড়ান্ত অনুমোধন করে।পরিশেষে নব-নির্বাচিত সভাপতির বক্তব্য এবং দুআ'র মাধ্যমে অনুষ্টান সমাপ্ত করা হয়।
