অর্থ লেনদেনের সুবিধা চালু করতে যাচ্ছে ফেইসবুক

অনলাইন ডেস্কঃ এবার অর্থ লেনদেনের সুবিধা চালু করতে যাচ্ছে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক। ফেইসবুক মেসেঞ্জারের মাধ্যমে কয়েক মাসের মধ্যেই ব্যবহারকারীরা এই সুবিধাটি পাবেন বলে জানিয়েছে সংস্থাটি।

ফেসবুক কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, বিনামূল্যে সুবিধাটি প্রদানের জন্য ইতিমধ্যেই ফেসবুকের মেসেঞ্জারে নতুন একটি ফিচার ফেসবুকে যুক্ত করা হয়েছে। তবে সুবিধাটি পাওয়ার জন্য ব্যবহারকারীদের ব্যাংকের মাস্টার কার্ড অথবা ডেবিট কার্ড থাকতে হবে। মেসেঞ্জারের মাধ্যমে এভাবে অর্থ লেনদেনে ব্যাংকভেদে সর্বোচ্চ তিন দিন পর্যন্ত সময় লাগতে পারে।

নিরাপত্তার শঙ্কা বিষয়ে ফেইসবুকের সেই বিবৃতিতে বলা হয়, ফেসবুকে প্রতিদিন ১০ লাখেরও বেশি অর্থ লেনদেন হয়ে থাকে। আর সবগুলোই হয়ে থাকে মেসেঞ্জারের মাধ্যমে। আর মেসেঞ্জারের মাধ্যমে এই অর্থ লেনদেনে আমরা নিরাপদ পদ্ধতি অনুসরণ করি।

শুরুর দিকে সুবিধাটি কেবল যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের জন্য চালু হলেও পর্যায়ক্রমে এটি সব দেশেই চালু হবে বলে জানানো হয় সেই বিবৃতিতে। 

Post a Comment

Previous Post Next Post