২৫ আগস্টের পর পৌনে ৪ লাখ রোহিঙ্গার বাংলাদেশে প্রবেশ




অনলাইন ডেস্কঃ মিয়ানমারের রাখাইন রাজ্যে সর্বশেষ সহিংসতার মুখে পড়ে ২৫ আগস্ট থেকে ৩ লাখ ৭০ হাজার রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে প্রবেশ করেছে বলে জানিয়েছে জাতিসংঘ।

মঙ্গলবার জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের মুখপাত্র ভিভিয়ান তানের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।


এর আগে, সোমবার শরণার্থী সংস্থাটির পক্ষ থেকে এই সময়ে ৩ লাখ ১৩ হাজার রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে বলে জানানো হয়। ফলে এক দিনে আরও ৫৭ হাজার রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে।

প্রসঙ্গত, গত ২৫ আগস্ট রাখাইনের কয়েকটি পুলিশ ফাঁড়ি এবং একটি সেনা ক্যাম্পে রোহিঙ্গা বিদ্রোহীদের হামলার পর সেখানে নতুন করে সেনা অভিযান শুরু হয়। এতে কয়েকশ' রোহিঙ্গা নিহত হয়েছেন বলে জানা গেছে। একই সঙ্গে হত্যা ও নির্যাতনের হাত থেকে জীবন বাঁচাতে বাংলাদেশ সীমান্তে শুরু হয় রোহিঙ্গা শরণার্থীদের স্রোত।

Post a Comment

Previous Post Next Post