হিফজুর রহমান তুহিন: ‘জীব হত্যা মহাপাপ’ বানী শুনিয়ে মানুষ হত্যায় মেতে উঠেছেন ডাইনী সুচি। মৌলভীবাজারের সচেতন কমলগঞ্জবাসীর উদ্যেগে আরাকানে রোহিঙ্গাদের নির্বিচারে হত্যা, নির্যাতন ও রোহিঙ্গাদের বাড়ীঘর জ্বালিয়ে দিয়ে নারকীয় তান্ডব সৃষ্টির প্রতিবাদের এবং হত্যা নির্যাতন বন্ধে মায়ানমারের বিরুদ্ধে জাতি সংঘের মাধ্যমে আন্তর্জাতিক অবরোধ প্রয়োগের দাবি জানিয়ে এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ ১২ সেপ্টেম্বর সকাল ১০টায় কমলগঞ্জ চৌমোহনা ময়না চত্বরে অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, জগতের সকল প্রাণী সুখী হউক বাণী উচ্চারণ করে রোহিঙ্গাদের নির্মুল করার উৎসবে এবং জীব হত্যা মহাপাপ বানী শুনিয়ে মানুষ হত্যার মহোৎসবে মেতেছে জঙ্গি মায়ানমার সরকার ও ডাইনী সুচি। বক্তারা অবিলম্বে সুচিকে দেওয়া নোবেল শান্তি পুরস্কার ফিরিয়ে নেওয়ার জন্য নোবেল কমিটির প্রতি জোর দাবি জানিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়কে মায়ানমারে মধ্যযুগীয় তান্ডবের প্রতিরোধে এগিয়ে আসার আহ্বান জানান।
কমলগঞ্জ প্রেক্লাবের সাধারন সম্পাদক শাহিদ আহমদ এর পরিচালনায় এসময় বক্তব্য রাখেন-
আল ইসলাহ নেতা কাজী মাওলানা আলম চৌধুরী, মুফতি আব্দুল করিম, আহলে সুন্নাত ওয়াল জামাত নেতা দুরুদ আলী, ইসলামিক ফ্রন্ট নেতা আব্দুল মুুহিত হাসানি, ভানুগাছ বাজার পৌর বণিক সমিতির সাধারন সম্পাদক মো: সানোয়ার হোসেন, পৌর কাউন্সিলর মো: আনোয়ার হোসেন, ইসলামি ছাত্র সেনার কমলগঞ্জ উপজেলার সভাপতি মাহমুদুল হক সুমন, তালামীয নেতা শাহ আব্দুল জলিল, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন নেতা নোমান আহমেদ, সিরাজুল ইসলাম, খেলাফত মজলিস নেতা মাওলানা নুরুল মোত্তাকিন জুনাঈদ, ইকবাল হোসেন কয়সর, সাইদুল বাছিত সায়েদ, মাওলানা মবশ্বির আলী, মাওলানা আবুল বাশার, হেফাজত ইসলাম নেতা মাওলানা লুৎফুর রহমান জাকারিয়া কমলগঞ্জ উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি মধু সূদন পাল, উপজেলা হিন্দুু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ সভাপতি মি: জিডিসন প্রধান সুচিয়াং, লেখক-গবেষক আহমদ সিরাজ প্রমুখ।
