বিনোদন ডেস্কঃ ঢালিউডে নতুন নায়িকার সঙ্গে খুব কমই দেখা গেছে সুপারস্টার অভিনেতা শাকিব খানকে। গেল দশকের বেশীর ভাগ ছবিই তিনি করেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাসের সঙ্গে জুটি বেধে। পরিসংখ্যান হাতড়ালে দেখা যাবে, গত এক দশকের চেয়ে কম সময়ে শুধু অপু বিশ্বাসের সঙ্গেই তিনি সিনেমা করেছেন অন্তত সত্তুরটির বেশী। এভাবে জুটিবদ্ধ হয়ে অভিনয় করা পৃথিবীর যে কোনো চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে বিরল ঘটনা!
ঢাকাই চলচ্চিত্রে বছর কয়েক আগেও সিনেমা মানেই ছিলো শাকিব-অপু! ফলে ক্যারিয়ারের স্বর্ণযুগেও হাতে গোনা কয়েকজন ছাড়া অন্য নায়িকারা তার সঙ্গে ছবি করার সুযোগই পাননি! সম্প্রতি নতুন করে আবার জুটিপ্রথায় জড়িয়েছেন চিত্রনায়িকা বুবলির সঙ্গে। তার সঙ্গে টানা চারটি সিনেমা করে ফেলেছেন তিনি, যদিও মাঝখানে যৌথ প্রযোজনার ছবিতে অভিনয় করতে গিয়ে জুটি প্রথার কিছুটা ব্রেক হয়েছে! কিন্তু জুটির ছকেই কেনো যেনো আটকে যাচ্ছিলেন দেশীয় এই তারকা অভিনেতা।
আর এই ছক থেকে হয়তো কিছুটা বের হয়ে আসতে তাকে সাহায্য করছে শাপলা মিডিয়া! কারণ তাদের সঙ্গে শাকিব খান পাঁচটি ছবির চুক্তিবদ্ধ হয়েছেন। যেখানে প্রথম ছবি ‘আমি নেতা হবো’-তে শাকিবের নায়িকা হিসেবে দেখা গেছে চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিমকে। আর এবার তাদের আরেক ছবি ‘কেউ কথা রাখেনি’তেও আসছে শাকিবের বিপরীতে নতুন নায়িকা! আর এবার নতুন নায়িকা হিসেবে শাকিবের সঙ্গী হতে চলেছেন মডেল ও অভিনেত্রী রাহা তানহা খানকে!
সম্প্রতি শাপলা মিডিয়ার প্রযোজনায় ও উত্তম আকাশের পরিচালনায় শাকিব খান কাজ করেছে ‘আমি নেতা হবো’ ছবিতে। এই ছবিতে তার বিপরীতে অভিনয় করেছেন বিদ্যা সিনহা মিম। দেশের বিভিন্ন জায়গায় হয়েছে ছবির শ্যুটিং। বর্তমানে শাকিব খান আছেন যৌথ প্রযোজনার ছবি ‘চালবাজ’-এর কাজে লন্ডনে। সেখান থেকে ফিরে সামনের মাসে ফের দেশীয় প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার সঙ্গে বসবেন তিনি। আর তখনই ‘কেউ কথা রাখেনি’ ছবির কাজ শুরু করার কথা জানালেন শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান। আর এরমধ্যে সেই ছবিতে শাকিবের বিপরীতে নতুন নায়িকা রাহা তানহার কথাও বললেন তিনি। বললেন, ঢাকাই সিনেমায় শাকিবের সঙ্গে রাহা জুটির সম্ভাবনাও দেখছেন তিনি।
অন্যদিকে শাকিবের সঙ্গে নতুন নায়িকা দিয়ে সিনেমা করানোটা কি রিস্ক কিনা জানতে চাইলে ছবির প্রযোজক বলেন, সিনেমায় দর্শক এখন চমক চায়। আমাদের প্রতিটি ছবিতেই দর্শককের জন্য নানা চমক থাকবে। আর নতুন নায়িকা হিসেবে শাকিবের সঙ্গে রাহার যাত্রা শুরু হলেও সে ভালোই অভিনয় করে। আশা করি দর্শক নতুন এই জুটিকে ভালোভাবেই গ্রহণ করবে।
ঢাকাই চলচ্চিত্রে বছর কয়েক আগেও সিনেমা মানেই ছিলো শাকিব-অপু! ফলে ক্যারিয়ারের স্বর্ণযুগেও হাতে গোনা কয়েকজন ছাড়া অন্য নায়িকারা তার সঙ্গে ছবি করার সুযোগই পাননি! সম্প্রতি নতুন করে আবার জুটিপ্রথায় জড়িয়েছেন চিত্রনায়িকা বুবলির সঙ্গে। তার সঙ্গে টানা চারটি সিনেমা করে ফেলেছেন তিনি, যদিও মাঝখানে যৌথ প্রযোজনার ছবিতে অভিনয় করতে গিয়ে জুটি প্রথার কিছুটা ব্রেক হয়েছে! কিন্তু জুটির ছকেই কেনো যেনো আটকে যাচ্ছিলেন দেশীয় এই তারকা অভিনেতা।
আর এই ছক থেকে হয়তো কিছুটা বের হয়ে আসতে তাকে সাহায্য করছে শাপলা মিডিয়া! কারণ তাদের সঙ্গে শাকিব খান পাঁচটি ছবির চুক্তিবদ্ধ হয়েছেন। যেখানে প্রথম ছবি ‘আমি নেতা হবো’-তে শাকিবের নায়িকা হিসেবে দেখা গেছে চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিমকে। আর এবার তাদের আরেক ছবি ‘কেউ কথা রাখেনি’তেও আসছে শাকিবের বিপরীতে নতুন নায়িকা! আর এবার নতুন নায়িকা হিসেবে শাকিবের সঙ্গী হতে চলেছেন মডেল ও অভিনেত্রী রাহা তানহা খানকে!
সম্প্রতি শাপলা মিডিয়ার প্রযোজনায় ও উত্তম আকাশের পরিচালনায় শাকিব খান কাজ করেছে ‘আমি নেতা হবো’ ছবিতে। এই ছবিতে তার বিপরীতে অভিনয় করেছেন বিদ্যা সিনহা মিম। দেশের বিভিন্ন জায়গায় হয়েছে ছবির শ্যুটিং। বর্তমানে শাকিব খান আছেন যৌথ প্রযোজনার ছবি ‘চালবাজ’-এর কাজে লন্ডনে। সেখান থেকে ফিরে সামনের মাসে ফের দেশীয় প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার সঙ্গে বসবেন তিনি। আর তখনই ‘কেউ কথা রাখেনি’ ছবির কাজ শুরু করার কথা জানালেন শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান। আর এরমধ্যে সেই ছবিতে শাকিবের বিপরীতে নতুন নায়িকা রাহা তানহার কথাও বললেন তিনি। বললেন, ঢাকাই সিনেমায় শাকিবের সঙ্গে রাহা জুটির সম্ভাবনাও দেখছেন তিনি।
অন্যদিকে শাকিবের সঙ্গে নতুন নায়িকা দিয়ে সিনেমা করানোটা কি রিস্ক কিনা জানতে চাইলে ছবির প্রযোজক বলেন, সিনেমায় দর্শক এখন চমক চায়। আমাদের প্রতিটি ছবিতেই দর্শককের জন্য নানা চমক থাকবে। আর নতুন নায়িকা হিসেবে শাকিবের সঙ্গে রাহার যাত্রা শুরু হলেও সে ভালোই অভিনয় করে। আশা করি দর্শক নতুন এই জুটিকে ভালোভাবেই গ্রহণ করবে।
