যে কারণে হঠাৎ ভারত সীমান্তে নিরাপত্তা বাড়াল চীন

যে কারণে হঠাৎ ভারত সীমান্তে নিরাপত্তা বাড়াল চীন

অনলাইন ডেস্কঃ ভারতের সীমান্তে নিরাপত্তা বাড়িয়েছে চীন। সেইসঙ্গে মিয়ানমার ও উত্তর কোরিয়ার সীমান্তেও নিরাপত্তা বাড়িয়েছে বেইজিং।
আগামী মাসেই শুরু হচ্ছে চীনের এক গুরুত্বপূর্ণ সম্মেলন 'কমিউনিস্ট পার্টি কংগ্রেস' (Communist Party Congress)। পাঁচ বছর পর পর এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এবারের সম্মেলনের আগেই এই নিরাপত্তা বাড়ানোর সিদ্ধান্ত নেয় চীন। 

জানা গেছে, চীনের পুলিশ সীমান্তে কড়া পাহারা দেবে। সীমান্তে যাতে কোনো ধরনের বিপদ না ঘটে তার জন্য সবরকম ব্যবস্থা নিতে প্রস্তুত তারা। উল্লেখ্য, সম্প্রতি সীমান্ত ইস্যুতে এক বড়সড় সংঘাত তৈরি হয়েছিল ভারত ও চীনের মধ্যে।

দুই দেশের মধ্যে রয়েছে ৩৪৮৮ কিলোমিটারের সীমান্ত। অন্যদিকে চীনের উত্তর-পূর্বে রয়েছে উত্তর কোরিয়ার সীমান্ত। আর উত্তর কোরিয়া বর্তমানে যেভাবে মিসাইল পরীক্ষায় মেতেছে তা সবারই জানা। এদিকে, মিয়ানমারের রোহিঙ্গাদের নিয়েও চিন্তায় রয়েছে চীন।

Post a Comment

Previous Post Next Post