এ বছর সৌদি আরবে দেড় শতাধিক হজযাত্রীর মৃত্যু

এ বছর সৌদি আরবে দেড় শতাধিক হজযাত্রীর মৃত্যু
অনলাইন ডেস্কঃ চলতি বছর সৌদি আরবে পবিত্র হজ পালন করতে গিয়ে দেড় শতাধিক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে।

মোট মৃত ১৫১ জনের মধ্যে ১১৯ জন পুরুষ ও ৩২ জন মহিলা। তাদের মধ্যে ১০৫ জন মক্কায়, ২৪ জন মদিনায়, ৬ জন জেদ্দায় ও ১৬ জন মিনায় মারা যান।

সর্বশেষ শুক্রবার কক্সবাজার জেলার মায়মুনা খাতুন (৭০) পবিত্র মদিনা আল-মুনাওয়ারায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি… রাজিউন)। তাঁর পাসপোর্ট নম্বর- বিকে ০৮৩৯৩৭২। ধর্ম মন্ত্রণালয় প্রকাশিত হজ বুলেটিন সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিকে গতকাল (২৯ সেপ্টেম্বর) পর্যন্ত হজ পালন শেষে ৯২ হাজার ১০ জন দেশে ফিরে এসেছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১২৬টি ও সৌদি এয়ারলাইন্সের ১৪১টিসহ মোট ২৬৭টি ফিরতি ফ্লাইটযোগে তারা ফিরে আসেন। আগামী ৫ অক্টোবর পর্যন্ত ফিরতি হজ ফ্লাইট চলবে।

শুক্রবার সন্ধ্যায় মক্কাস্থ ইন্ডিয়ান হজ অফিসে বাংলাদেশ এবং ভারতের হজ অফিসের কর্মকর্তাদের মধ্যে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় ২০১৭ সালের হজ ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

Post a Comment

Previous Post Next Post