চট্টগ্রামে অস্ত্র ও ইয়াবাসহ ২ ছিনতাইকারী গ্রেফতার

অনলাইন ডেস্কঃ চট্টগ্রামে অস্ত্র ও ইয়াবাসহ দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত সেই দুই ছিনতাইকারী হল জয়নাল আবেদিন টিপু (৩২) ও আসিফ মাহমুদ (১৮)।

সোমবার দিবাগত রাত ১২ টার দিকে নগরীর পাঠানটুলী এলাকা থেকে তাদের গ্রেফতার করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি দেশীয় তৈরি এলজি ও এক রাউন্ড কার্তুজ এবং ২টি ছোরা উদ্ধার করা হয়েছে। এছাড়া তাদের কাছ থেকে ৩৬০ পিস ইয়াবাও উদ্ধার করা হয়েছে।

ডবলমুরিং থানার উপ পরিদর্শক (এসআই) কায়সার হামিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, টিপু পেশাদার ছিনতাইকারী। তার বিরুদ্ধে ৩ টি মামলা আছে। আসিফ তার সহযোগী। টিপু ও আসিফের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে দুইটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। 

Post a Comment

Previous Post Next Post