জয়ের ধারা অব্যাহত, পিএসজির দখলে শীর্ষস্থান

স্পোর্টস ডেস্কঃ লিগের প্রথম দুই ম্যাচে আলো ছড়ানো নেইমার আগের ম্যাচগুলোতে ৪ গোল করানোর পাশাপাশি নিজে করেছিলেন তিনটি গোল। শুক্রবার রাতে ব্রাজিল এ তারকা গোল না পেলেও তবে তাকে পাশে পেয়ে এদিন আলো ছড়িয়েছেন এডিনসন কাভানি। উরুগুইয়ান এ তারকার জোড়া গোলে সেঁত এতিয়েনকে ৩-০ গোলে হারিয়ে ফরাসি লিগের শীর্ষস্থান ধরে রেখেছে পিএসজি।

শুক্রবার রাতে শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে ফরাসী জায়ান্ট। ২০ মিনিটেই আসে সাফল্য। বক্সের মধ্যে কাভানিকে ফেলে দিলে পেনাল্টি পায় স্বাগতিকরা। স্পট কিক থেকে নিজেই গোল করে উরুগুয়াইন ফরোয়ার্ড। ২৬ মিনিটে সমতায় ফেরার সুযোগ পেলে তা কাজে লাগাতে পারেনি ইচেনা।

বিরতির পর শুরু হয় নেইমারের কারিকুরি। ৫১ মিনিটে ফ্রি কিক থেকে সুযোগ তৈরি করেন ব্রাজিলিয়ান সুপারস্টার। তার বল প্রথম ঠেকিয়েছিলেন আরেক ব্রাজিলিয়ান মার্কিনিয়োস। কিন্তু বল নিজের নিয়ন্ত্রণে না থাকায় পেয়ে যান ইতালিয়ান মিডফিল্ডার মাত্তো। জালে জড়াতে বেগ পেতে হয়নি তার।

৮৯ মিনিটে আরেক গোল পেয়ে যান কাভানি। তার গোলের পর জয় নিশ্চিত হয়ে যায় পিএসজির। চার ম্যাচের সবগুলোই জিতে ১২ পয়েন্ট ঝুলিতে ভরে ফেলেছে নেইমারের দল।

Post a Comment

Previous Post Next Post