কুলাউড়া সাংবাদিক সমিতির আয়োজনে সাংবাদিক নাজমুল হোসেনকে সংবর্ধনা প্রদান

চৌধুরী রুম্মানঃ বাংলাদেশ সাংবাদিক সমিতি কুলাউড়া উপজেলা ইউনিটের প্রতিষ্ঠাকালিন সভাপতি ইতালি প্রবাসী নাজমুল হোসেনকে সংবর্ধনা প্রদান করেছে সাংবাদিক সমিতির কুলাউড়া ইউনিট।
গতকাল ২৪ আগস্ট সন্ধ্যায় স্থানীয় ছামি ইয়ামী চাইনিজ বাংলা রেস্টুরেন্ট সংবর্ধনা প্রদানকালে এক আলোচনা সভা অনুষ্টিত হয়। সাংবাদিক সমিতি কুলাউড়া উপজেলা ইউনিটের সভাপতি প্রভাষক মনজুরুল হকের সভাপতিত্বে ও সাংঠনিক সম্পাদক জসিম চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আসম কামরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার চৌ:গোলাম রাব্বী, এডিশনাল এসপি আবু ইউছুফ, হাজীপুর ইউপি চেয়ারম্যান সাংবাদিক আব্দুল বাছিত বাচ্চু, সংবর্ধিত ব্যক্তি নাজমুল হোসেন, যুগান্তর প্রতিনিধি আজিজুল ইসমাল, দিনকাল প্রতিনিধি মোক্তাদির হোসেন, ব্যবসায়ী নাসির জামান খান, মানব ঠিকানার সাহিত্য সম্পাদক শহিদুল ইসলাম তনয়, নয়া দিগন্তের প্রতিনিধি ময়নুল হক পবন, সাংবাদিক তাজুল ইসলাম, সাংবাদিক সমিতির কুলাউড়া ইউনিটের সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক শরিফ আহমদ, দৈনিক সকালের খবরের প্রতিনিধি সাইদুল হাসান সিপন, প্রিয় কুলাউড়া অনলাইন পোর্টালের সম্পাদক একেএম জাবের ।
এসময় উপস্থিত ছিলেন কুলাউড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি স্বপন কুমার দেব রতন,সাপ্তাহিক সীমান্তের ডাকের (ভারপ্রাপ্ত) সম্পাদক সঞ্জয় দেবনাথ, সাংবাদিক সমিতি কুলাউড়া ইউনিটের সহ-সভাপতি বিশ্বজিৎ দাস, নির্বাহী সদস্য শহিদুল ইসলাম তনয়, কোষাধ্যক্ষ শাহ আলম শামীম,দৈনিক সবুজ সিলেট প্রতিনিধি তারেক হাসান, দৈনিক মানবকন্ঠের কুলাউড়া প্রতিনিধি সেলিম আহমদ,সাপ্তাহিক হাকালুকি পত্রিকার বার্তা সম্পাদক আব্দুল করিম বাচ্চু,সংবাদমেইলের চীফ রিপোর্টার জিয়াউল হক জিয়া,সাংবাদিক সমিতির নির্বাহী সদস্য সুমন আহমদ,নাজমুল বারী সুহেল,দৈনিক বাংলাদেশ টুডের প্রতিনিধি শাকির আহমদ,দৈনিক শুভ প্রতিদিন প্রতিনিধি আব্দুল আহাদ,প্রভাষক আফাজুর রহমান ফাহাদ,সাপ্তাহিক কুলাউড়ার সংলাপ পত্রিকার স্টাফ রিপোর্টার এমএ কাইয়ূম,ইউসুফ আহমদ ইমন,সাপ্তাহিক সীমান্তের ডাকের রিপোর্টার এসএইচ সৈকত, সংবাদমেইলের প্রতিনিধি সাইদুল হাসান প্রমূখ।

সংবর্ধনা অনুষ্ঠানের আলোচনা শেষে অতিথি ও সাংবাদিকদের সাথে নিয়ে সাংবাদিক সমিতি কুলাউড়া উপজেলা ইউনিটের সাধারণ সম্পাদক মোঃ নাজমুল ইসলাম ও যুগ্ম সাধারণ সম্পাদক শরীফ আহমেদ সংবর্ধিত অতিথি মোঃ নাজমুল হোসেনের হাতে সম্মাননা ক্রেষ্ট তুলে দেন।

Post a Comment

Previous Post Next Post