অনলাইন ডেস্কঃ ভূমধ্যসাগরের দ্বীপ সার্ডিনিয়ার সৈকত থেকে কেউ যদি বালি, নুড়ি পাথর বা ঝিনুক কুড়িয়ে নিয়ে যান তবে তাকে জরিমানা গুনতে হবে। গেল ১ আগস্ট থেকে নতুন এই আইন চালু হয়েছে দ্বীপটিতে।
নিয়ম চালু হওয়ার পর চার পর্যটককে ইতোমধ্যে ১০০০ হাজার ইউরো জরিমানাও করা হয়েছে।
সার্ডিনিয়ার বাসিন্দাতের দীর্ঘদিনের দাবি ছিল তাদের প্রাকৃতিক সম্পদ রক্ষার।
১৯৯৪ সালে সৈকতের ঝিনুক, নুড়িপাথর, শামুক, বালু ইত্যাদি রক্ষায় সার্ডিনিয়ার বুডেলি দ্বীপের বিখ্যাত গোলাপী সৈকতটি বন্ধ ঘোষণা করতে হয়েছিল।
এই দ্বীপের প্রাকৃতিক সম্পদ রক্ষায় যারা দীর্ঘদিন আন্দোলন করে আসছিলেন তাদের বক্তব্য হলো- ছোট বোতলে একটু বালু নিয়ে যাওয়া খুব বড় কোনো সমস্যা বলে নাও মনে হতে পারে। কিন্তু প্রতিবছর যদি লাখো পর্যটক এই কাজ করেন তবে সৈকতের কী হাল হবে?