সিলেটে ছাত্রলীগের দুইকর্মীকে কুপালো শিবির

অনলাইন ডেস্কঃ সিলেট নগরীর সোবহানীঘাটে ছাত্রলীগের দুইকর্মীকে কুপিয়ে আহত করেছে দৃর্বৃত্তরা। হামলাকারীরা ছাত্রশিবিরের রাজনীতির সাথে সম্পৃক্ত কলে দাবি করেছে ছাত্রলীগ। আহতদের সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার বেলা ১টার দিকে সোবহানীঘাটস্থ জালালাবাদ কলেজের সামনের রাস্তায় এ ঘটনা ঘটে। 

সিলেট কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌসুল হোসেন সোবহানিঘাটে দু্ই ছাত্রলীগ কর্মীকে কুপিয়ে আহত করার বিষয়টি নিশ্চিত কতরেছেন। 

আহতরা হলেন- সিলেট সদর উপজেলার পীরপুর টুকেরবাজারের নূরুল আমিনের ছেলে শাহীন আহমদ (২২) ও নগরীর উপশহরের জালাল উদ্দিনের ছেলে, জালালাবাদ কলেজের ছাত্র আবুল কালাম আসিফ (১৮)। আসিফ। আহতদের মধ্যে শাহীন মদন মোহন কলেজ ছাত্রলীগের কর্মী ও আসিফ ছাত্রলীগের দর্শন দেউড়ি গ্রুপের কর্মী বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার বেলা ১টার দিকে ৫-৬টি মোটর সাইকেলে হেলমেট পরিহিত কয়েকজন যুবক এসে ছাত্রলীগের ওই দুই কর্মীর উপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। আহতদের মধ্যে  শাহীনের অবস্থা আংম্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

সিলেট মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল আলীম তুষার বলেন, আহত দু'জন ছাত্রলীগের কর্মী। তাদের অবস্থা খুবই গুরুতর। এদের মধ্যে শাহীনকে দুপুর আড়া্ইটার দিকে ঢাকায় প্রেরণ করা হয়েছে।

তিনি বলেন, হামলাকারীর শিবির সন্ত্রাসী বলে আমরা নিশ্চিত হয়েছি।

Post a Comment

Previous Post Next Post