সিরাজগঞ্জে কলেজছাত্রীর লাশ উদ্ধার

অনলাইন ডেস্কঃ সিরাজগঞ্জে সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নে সাথী খাতুন (১৮) নামে এক কলেজছাত্রীকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার (০৬ আগস্ট) রাতে ওই ইউনিয়নের জগতগাঁতী গ্রামে এ ঘটনা ঘটে।

সাথী জগতগাঁতী গ্রামের সাইদুর রহমান বাদলের মেয়ে ও শিয়ালকোল আব্দুল্লাহ আলমাহমুদ মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী।

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার বিকেলের দিকে মেয়ে সাথীকে রেখে পাশের ধুকুরিয়া গ্রামে আত্মীয়ের বাড়ি যান বাবা সাইদুর রহমান বাদল ও তার স্ত্রী।  রাতে বাড়ি এসে দেখেন সাথী কোথাও নেই।  অনেক খোঁজাখুঁজির পর বাড়ি থেকে প্রায় একশ গজ দূরের একটি বাঁশঝাড়ে তার গলাকাটা মরদেহ পাওয়া যায়।  বিষয়টি নিশ্চিত করেছেন শিয়ালকোল ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ডের সদস্য হাফিজুল ইসলাম।

এদিকে সদর থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে আজ ভোরে মরদেহ উদ্ধার করা হয়েছে। 

Post a Comment

Previous Post Next Post