হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে মাশরাফি

স্পোর্টস ডেস্কঃ হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বাংলাদেশের ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চিকিৎসকরা জানিয়েছেন, মাশরাফির অসুস্থতা গুরুতর কিছু নয়।

শনিবার সকালে কফের সাথে কিছুটা রক্ত উঠে এসেছিল। এতে উদ্বিগ্ন হয়ে মাশরাফি হাসপাতালে গেলেন। সেখানে পরীক্ষার পর গুরুতর কিছু ধরা পড়েনি।

বিসিবি চিকিৎসক ডা. ডেবাশীষ চৌধুরী বলেন, 'এটা একেবারেই সিরিয়াস কিছু নয়। একটু গলা ব্যথা। কফের সাথে রক্ত আসায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে মাশরাফি হাসপাতালে গেছে।' তিনি আরো জানান, ফুসফুসের পরীক্ষায় বোঝা গেছে এটা কিছু না। হাসপাতালে ভর্তিও হতে হচ্ছে না মাশরাফিকে।

বাংলাদেশ ক্রিকেট দলের ক্যাম্প ঢাকা থেকে শুক্রবার গেছে চট্টগ্রামে। মাশরাফি থেকে গেছেন ঢাকায়। তিনি এখন টেস্ট খেলেন না। চট্টগ্রামে ক্যাম্পের মূল লক্ষ্য ওখানে অস্ট্রেলিয়ার সাথে আসন্ন টেস্ট খেলার আগে একটু অভ্যস্ত হয়ে আসা। এই এক সপ্তাহ যখন ক্যাম্পের বাকি ২৫জন চট্টগ্রামে থাকবেন তখন মাশরাফি থাকবেন ঢাকাতেই। নিজের মতো করে নিজেকে ফিট রাখা ও ঠিক রাখার অনুশীলন করে যাবেন।

Post a Comment

Previous Post Next Post