বিয়ানিবাজার প্রতিনিধিঃ ছয় মাস থেকে পাঁচবছরের মধ্যে বিয়ানীবাজার উপজেলার ৩৬ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পসুল খাওয়ানো হয়েছে। আজ শনিবার সারা দেশের মতো বিয়ানীবাজারে শিশুদের ১৭৯টি কেন্দ্রে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হলো।
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোয়াজ্জেম আলী খান মুড়িয়া ইউনিয়নের নোয়াগ্রাম ও ঘুংঙ্গাদিয়া কমিউনিটি ক্লিনিকে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাইয়ে উপজেলার এ কর্মসূচীর উদ্বোধন করেন। সকাল ৯টা থেকে উপজেলার ১৭৯টি টিকা কেন্দ্রে শিশুদের ভিটামিন ক্যাপসুল খাওয়াবেন মাঠ পর্যায়ের স্বাস্থ্য কর্মকর্তা ও এনজিও এর দায়িত্বশীলরা।
