কুলাউড়ায় ইয়াবাসহ যুবক আটক


স্টাফ রিপোর্টারঃকুলাউড়া উপজেলার ঢুলিপাড়া বাজার থেকে ২০ পিছ ইয়াবাসহ সুমন আহমদ আপন (২৮) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে কুলাউড়া থানা পুলিশ। সে কুলাউড়া পৌর এলাকার দক্ষিণ জয়পাশার বাসিন্দা। মঙ্গলবার পুলিশ বাদী হয়ে মাদক আইনে মামলা দায়ের করে (নং ০১, ১ আগষ্ট’১৭) আদালতের মাধ্যমে জেলহাজাতে প্রেরণ করা হয়েছে। পুলিশ জানায়, ইয়াবা বিক্রির গোপন সংবাদ পেয়ে ৩১ জুলাই সোমবার রাতে ঢুলিপাড়া বাজারে অভিযান চালায় পুলিশ। এসময় ২০ পিছ ইয়াবাসহ সুমন আহমদ আপনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুমন পুলিশকে জানায়, উপজেলার কাদিপুর গ্রামের জুবেল মিয়ার কাছ থেকে বিক্রয়ের উদ্দেশ্যে ইয়াবাগুলি কিনে এনেছে। কুলাউড়া থানার এসআই কানাই লাল চক্রবর্তী ইয়াবাসহ সুমনকে আটকের সত্যতা নিশ্চিত করে জানান, জুবেল ও আপন দির্ঘদিন থেকে উপজেলার বিভিন্ন এলাকায় অবৈধ মাদক (ইয়াবা) ক্রয় বিক্রয় করে আসছে। তাদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে। বিক্রয়কারী জুবেলকে চেষ্ঠা করেও আটক করা সম্ভব হয়নি। তবে জুবেলকে গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।

Post a Comment

Previous Post Next Post