নোয়াখালীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ

অনলাইন ডেস্কঃ জেলা প্রশাসনের উদ্যেগে অবশেষে নোয়াখালী জেলা শহর মাইজদীতে যানজট নিরসন ও ফুটপাত মুক্ত করতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চলছে। এ অভিযানে প্রধান সড়কের দুই পাশে ফুটপাতের শতাধিক অবৈধ দোকানপাট ও বিলবোর্ড উচ্ছেদ করা হয়। আজ সকাল ১০টা থেকে নোয়াখালী জেনারেল হাসপাতালের সামনের সড়ক থেকে জিলা স্কুল পর্যন্ত ৩ ঘন্টাব্যাপী এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

জেলা প্রশাসক কার্যালয়ের সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তারেক মাহমুদের নেতৃত্বে উচ্ছেদ অভিযানে জেলা প্রশাসন ও নোয়াখালী পৌরসভার কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এ উচ্ছেদ অভিযানে সুধারাম থানা পুলিশ সহযোগীতা করে।

অভিযানে জেলা শহরের প্রধান সড়কের দুই পাশের ফুটপাতের শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করায় শহরে যানজট অনেকটাই কমেছে। জেলা প্রশাসন ও নোয়াখালী পৌরসভার এমন উদ্যোগে স্বাগত জানিয়েছেন শহরবাসী।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তারেক মাহমুদ জানান, জেলা প্রশাসনের নির্দেশে নোয়াখালী জেনারেল হাসপাতালের সামনের সড়ক থেকে জিলা স্কুলের সামনে পর্যন্ত প্রধান সড়কের দুই পাশের শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করে ফুটপাত মুক্ত করা হয়েছে। 

Post a Comment

Previous Post Next Post