তুমুল সমালোচনার পর টেস্ট দলে ফিরলেন মুমিনুল

স্পোর্টস ডেস্কঃ একদিনেই সমালোচনার তাণ্ডব বয়ে গেছে তিন নির্বাচক আর কোচের উপর দিয়ে। কেন নেই মুমিনুল এই প্রশ্নকে আর দীর্ঘায়িত না করে টেস্ট দলে নেওয়া হয়েছে তাকে। চোখের সমস্যায় বাদ পড়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত।

রোববার বিকেলে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন মুমিনুলকে দলে নেওয়ার খবর জানিয়ে দিয়েছেন মিডিয়ায়।

শনিবার অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই টেস্টের জন্য ১৪ সদস্যের ঘোষিত দলে রাখা হয়নি মুমিনুল হককে। সংবাদ সম্মেলনে এ নিয়ে তুমুল প্রশ্নের মুখে পড়েন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন ও কোচ চন্ডিকা হাথুরুসিংহে।

প্রথম টেস্টে ১৪ সদস্যের বাংলাদেশ দল:

মুশফিকুর রহিম (অধিনায়ক), তামিম ইকবাল (সহ-অধিনায়ক), সৌম্য সরকার, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, ইমরুল কায়েস, তাইজুল ইসলাম, সাব্বির রহমান, মুমিনুল হক, শফিউল ইসলাম, নাসির হোসেন।

Post a Comment

Previous Post Next Post