নাটোরে যুবককে কুপিয়ে হত্যা

অনলাইন ডেস্কঃ নাটোরের গুরুদাসপুর উপজেলায় মাদক বিক্রির টাকা পাওনাকে কেন্দ্র করে রবিবার রাতে আশিক (২৪) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। পৌরসভার চাচকৈড় টুলটুলি পাড়া এলাকায় ওই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত আশিক গুরুদাসপুর পৌরসভার চাচকৈড় কাচারীপাড়া মহল্লার নজরুল শেখের ছেলে।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কুমার দাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ধারালো অস্ত্র দিয়ে আশিককে কুপিয়ে জখম করা হয়। স্থানীয় লোকজন আশিককের চিৎকারে শুনে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহটি উদ্ধার করে নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

Post a Comment

Previous Post Next Post