অনলাইন ডেস্কঃ বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের সার্জারি বিভাগের এক চিকিৎসককে লাঞ্ছিত করায় তৌহিদ নামে এক ব্যক্তিকে পুলিশে দিয়েছে ইন্টার্ন চিকিৎসক ও মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। সোমবার দিনগত রাতে তাকে গণধলোই দিয়ে পুলিশে দেয়া হয়।
বিক্ষুব্ধরা জানান, ধারালো অস্ত্রের আঘাতে গুরুত্বর আহত বরিশালের জাগুয়া ইউনিয়নের বাসিন্দা জাহিদ সরদারকে অস্ত্রপাচার করার জন্য জরুরিভাবে পঞ্চম তলার অপারেশন থিয়েটারে নেওয়া হয়। এসময় রোগীর সঙ্গে আসা স্বজনরা অপারেশন থিয়েটারের সামনে ভিড় করে দাঁড়িয়ে ছিলেন। কিছুক্ষণ পর অপারেশন থিয়েটারে থাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা পোশাক পরিবর্তনের কক্ষে গিয়ে তাদের রাখা ব্যাগ ও মোবাইল দেখতে না পেয়ে সার্জারি বিভাগের রেজিস্ট্রার ডা. সাইফুল আজমকে বলেন। এসময় রোগীর স্বজনরা তাদের চোর বলা হয়েছে বলে দাবি করে ওই চিকিৎসককে শারীরিকভাবে লাঞ্ছিত করেন।
বিষয়টি নিশ্চিত করে বরিশাল মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার ফরহাদ সরদার জানান, সরকারি কাজে বাধা ও চিকিৎসক লাঞ্ছিতের ঘটনায় চিকিৎসকদের পক্ষ থেকে লিখিত অভিযোগ দেওয়া হচ্ছে। পাশাপাশি রোগীর এক স্বজনকে আটক করা হয়েছে।
