অনলাইন ডেস্কঃ নেত্রকোনার পূর্বধলা উপজেলায় চারটি সৌদি রিয়াল নিয়ে প্রতারণা করতে এসে প্রতারক চক্রের দুই সদস্য আটক হয়েছেন। সোমবার দিনগত রাতে উপজেলার শ্যামগঞ্জ থেকে তাদের আটক করে পুলিশ।
আটকরা হলেন- ময়মনসিংহের গৌরীপুর উপজেলার নপাই গ্রামের মৃত মতিয়র রহমানের ছেলে আবু তাহের রঞ্জিত (৪০) ও শামছুদ্দিনের ছেলে মোকসেদ আলী (৩৫)।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নেত্রকোনা সদর সার্কেল অফিসের উপ পরিদর্শক (এসআই) জয়নুল।
