কেরানীগঞ্জে 'বন্দুকযুদ্ধে' ল্যাংড়া আমির নিহত

অনলাইন ডেস্কঃ ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ স্কুলছাত্র পরাগ মণ্ডল অপহরণ মামলার প্রধান আসামি মোক্তার হোসেন ওরফে ল্যাংড়া আমির (৩৫) নিহত হয়েছেন।

সোমবার দিবাগত রাত পৌনে দুইটার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের মীরেরবাগে এ বন্দুক যুদ্ধের ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি মনিরুল ইসলাম জানান, গভীর রাতে টহল পুলিশের সঙ্গে ল্যাংড়া আমির ও তার সহযোগীরদের সঙ্গে এ ‘বন্দুকযুদ্ধে’ ঘটনা ঘটে।  

গুলিবিদ্ধ অবস্থায় তাকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালে নেয়া হলে জরুরি বিভাগের চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।

দক্ষিণ কেরানীগঞ্জ থানা-পুলিশ বলছে, ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে। 

Post a Comment

Previous Post Next Post