মিয়ানমারে সোয়াইন ফ্লুতে মৃতের সংখ্যা বেড়ে ১০

অনলাইন ডেস্কঃ মিয়ানমারের ইয়াঙ্গুনে মৌসুমি সোয়াইন ফ্লু এ/এইচ১এন১-২০০৯ এ আক্রান্ত হয়ে আরও তিন জন মারা গেছে। এই নিয়ে দেশটিতে প্রাণঘাতী এই রোগে মৃতের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে। সোমবার মিয়ানমার নিউজ এজেন্সি এ কথা জানিয়েছে। দেশটিতে প্রাণঘাতী ভাইরাসে যে ৪৪ জন আক্রান্ত হয়েছে, তাদের মধ্য থেকে ১০ জন মারা গেছে। খবর সিনহুয়া’র। স্বাস্থ্য ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংক্রামক রোগ নিয়ন্ত্রণ বিভাগ এই সংক্রমণ রোগ ও এর ভবিষ্যত সম্ভাবনা নিয়ে বিশেষজ্ঞ পর্যায়ে বিশ্লেষণের ওপর ভিত্তি করে একটি কর্মসূচী গ্রহণ করেছে। কর্তৃপক্ষ মৌসুমী রোগটি নিয়ন্ত্রণ না হওয়া পর্যন্ত জনপ্রিয় ধর্মীয় উৎসব তাউং বিওন ফেস্টিভালের আয়োজন পিছিয়ে দিয়েছে। উৎসবটি ৩১ জুলাই থেকে ৭ আগস্ট পর্যন্ত মান্দালয় অঞ্চলে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

Post a Comment

Previous Post Next Post