সৎ সংগে স্বর্গে বাস - ডা. সাঈদ এনাম

আজ চেম্বারে যেতে একটু দেরি হয়ে যায়। শুক্রবার পবিত্র জুম্মার দিন।  সি এন জি ড্রাইভার সাহেব কে উঠেই বললাম  আপনি ঠিক ১:১৫ পথে যে কোনো একটা মসজিদে আমাকে নামাবেন জুম্মার নামাজ পড়বো। 

যথারীতি তিনি  নামিয়ে দিলে আমি দ্রুত হেটে মসজিদে ঢুকে নামাজ আদায় করি।

চেম্বার শেষে ফেরার সময়ও তিনি আমাকে আনতে যান। আমরা আসতে থাকি। পথি মধ্যে মাগরিব এর আজান শুরু হয়। আমি তখন অভ্যাসবশত মোবাইলে নেটে কি একটা পড়ায় গভীর  মগ্ন ছিলাম। 

ড্রাইভার সাহেব গাড়ি থামিয়ে বললেন, "আজান হচ্ছে। এইখানে  মসজিদ, সামনে আর কোন মসজিদ নাই। নামাজ পড়বেন না.."

আমি বললাম "ওহ তাই, ভালো করেছেন, চলেন নামাজ পড়ে আসি.."

তিনি লজ্জায় আনত হয়ে বললেন, "স্যার আমি হিন্দু..."

আমি বললাম, "ওহ একটু বসেন, চলেই আসছি.."

নামাজ শেষে মোনাজাতের সময় তার কথা মনে হলো।

ভদ্র লোকটির জন্যে আজ আমার মাগরিবের নামাজ টা কাজা হয়নি।

ডা. সাঈদ এনাম
এমবিবিএস (ডি.এম.সি), এম.ফিল(সাইকিয়াট্রি)
সাইকিয়াট্রিস্ট
ইউ এইচ এফ পি ও
সিলেট।

Post a Comment

Previous Post Next Post