সিদ্দিকুরের চোখে অস্ত্রোপচার আজ

সিদ্দিকুরের চোখে অস্ত্রোপচার আজ
অনলাইন ডেস্কঃ সরকারি তিতুমীর কলেজের ছাত্র সিদ্দিকুর রহমানের চোখের অস্ত্রোপচার করা হবে আজ। দৃষ্টি ফিরে পাওয়ার ‘ক্ষীণ’ সম্ভাবনা নিয়ে ভারতের চেন্নাইয়ের শঙ্কর নেত্রালয়ে এই অস্ত্রোপচার করা হবে। ভারতের চেন্নাইয়ের শংকর নেত্রালয়ের রেটিনা ও ইনজুরি বিশেষজ্ঞ ডা. লিঙ্গম গোপালের তত্ত্বাবধানে তার অস্ত্রোপচার হবে। এর আগে গত সোমবার পরীক্ষা-নিরীক্ষার পর ডা. লিঙ্গম গোপাল জানিয়েছিলেন, অস্ত্রোপচার করেও সিদ্দিকুরের চোখের আলো ফেরার সম্ভবনা খুবই কম। এক শতাংশের মতো সম্ভাবনা আছে জানিয়ে চিকিৎসক অস্ত্রোপচারের বিষয়ে মতামত চাইলে সিদ্দিকুর তাতে সম্মতি দেন। এ বিষয়ে বৃহস্পতিবার জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. গোলাম মোস্তফা গণমাধ্যমকে বলেন, সিদ্দিকুরের অস্ত্রোপচারের জন্য হাসপাতালের চিকিৎসকরা সব প্রস্তুতি নিয়েছেন। তাদের সঙ্গে সার্বক্ষণিক আমাদের যোগাযোগ হচ্ছে। শুক্রবার অস্ত্রোপচারের পর তার চোখের সার্বিক অবস্থা জানা যাবে।

Post a Comment

Previous Post Next Post