জাতীয় শোক দিবস পালনে কুলাউড়া প্রশাসনের প্রস্তুতি সভা

স্টাফ রিপোর্টারঃ জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকি (১৫ আগষ্ট) পালন উপলক্ষে কুলাউড়ায় প্রস্তুতিসভা করা হয়েছে। ৬ আগষ্ট রোববার সকালে কুলাউড়া উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ প্রস্তুতিসভা করা হয়। সভায় যথাযোজ্ঞ মার্যাদায় দিবসটি পালনের নানা কর্মসূচি হাতে নেয়া হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী মো. গোলাম রাব্বী এর সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে দিকনির্দেশনামুলক বক্তব্য প্রদান করেন আব্দুল মতিন এমপি। বিশেষ অতিথি ছিলেন কুলাউড়া পৌরসভার মেয়র আলহাজ্জ শফি আলম ইউনুছ, সহকারী কমিশনার (ভূমি) মো. তানভীর হাসান রুমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নেহার বেগম, কুলাউড়া থানার অফিসার ইনচার্জ শামীম মুছা।

এছাড়াও আলোচনায় অংশ নেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সুশীল চন্দ্র দে, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সেলিনা ইয়াছমিন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মাসুদুর রহমান, বরমচাল ইউপির চেয়ারম্যান আহবাব হোসেন চৌধুরী, ভূকশিমইল ইউপির চেয়ারম্যান আজিজুর রহমান মনির, ব্রাহ্মণবাজার ইউপির চেয়ারম্যান মমদুদ আহমদ, কেন্দ্রীয় জাসদের কৃষি বিষয়ক সম্পাদক গিয়াস উদ্দিন, ভাটেরা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, কুলাউড়া প্রেসক্লাবের সভাপতি আজিজুল ইসলাম, সাধারণ সম্পাদক চৌধুরী আবু সাঈদ ফুয়াদ, নবীন চন্দ্র মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমীর হোসেন, মহতোছিন আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফয়জুর রহমান ছুরুক, বিএইচ স্কুলের প্রধান শিক্ষক আব্দুল কাইয়ূম প্রমুখ। প্রস্তুতি সভ্য়া উপজেলার সকল বিভাগের কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সভায় ১৫ ই আগষ্ট সঠিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীদের উপস্থিতিতে দিবসটি পালন করা না হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়। জাতীয় শোক দিবস পালনে দিনব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে সূর্যোদয়ের সাথে সাথে সরকারী, আধা সরকারী, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান, সকল শিক্ষা প্রতিষ্ঠান ও বে-সরকারী ভবনসমূহে জাতীয় পতাকা অর্ধনির্মিত করণ, সকাল ১০ টায় শোক র‌্যালী, র‌্যালী শেষে উপজেলা পরিষদ চত্বরে জাতির জনক শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন, ১১ টায় জনমিলন কেন্দ্রে আলোচনাসভা, শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহনে আবৃত্তি, চিত্রাংকন, হামদ-নাত প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ।#

Post a Comment

Previous Post Next Post