কুলাউড়ায় দি ব্লু বার্ড কে.জি স্কুলে পানির ফিল্টার প্রদান

তায়েফ ইকবাল চৌধুরীঃ শাহ্ সৈয়দ রাশিদ আলী (র.) ফাউন্ডেশনের উদ্যোগে ও ফাউন্ডেশনের প্রধান উপদেষ্ঠা অধ্যাপক ডা. রুকন উদ্দিনের অর্থায়নে কুলাউড়া টিলাগাঁও ইউনিয়নের দি ব্লু বার্ড কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষার্থীদের জন্য পানির ফিল্টার ও মগ প্রদান করা হয়েছে।

২৫ আগস্ট শুক্রবার সাপ্তাহিক সীমান্তের ডাক পত্রিকার কার্যালয়ে স্কুলের অধ্যক্ষ সুব্রত দে’র হাতে দু’টি ফিল্টার ও ৪টি মগ তুলে দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) সিলেটের সভাপতি ও ফাউন্ডেশনের প্রধান উপদেষ্ঠা অধ্যাপক ডা. রুকন উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সদস্য ফারুক আহমদ, ফাউন্ডেশনের উপদেষ্ঠা ও সাপ্তাহিক সীমান্তের ডাকের সিনিয়র রিপোর্টার মোক্তাদির হোসেন, কুলাউড়া উপজেলা স্বেচ্চাসেবক লীগের সাবেক সাবেক যুগ্ম আহবায়ক হোসেন মনসুর, কুলাউড়া অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি আবদুল কুদ্দুস, সাংবাদিক সমিতি কুলাউড়া ইউনিটের যুগ্ম সম্পাদক শরীফ আহমদ, ইত্যাদি নিউজের বার্তা সম্পাদক এস এইচ সৈকত, কুলাউড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক সামছুল ইসলাম, ব্যবসায়ী আসকর আলী, আবদুল আহাদ প্রমুখ।

Post a Comment

Previous Post Next Post