স্পোর্টস ডেস্কঃ
ইংল্যান্ডে অনুষ্ঠিত হতে যাওয়া পরবর্তী ওয়ানডে বিশ্বকাপে সরাসরি অংশ নিতে
আরে কোনো বাধা নেই বাংলাদেশের। ওয়ানডে র্যাঙ্কিংয়ের সেরা আট দল বিশ্বকাপে
অংশ নেবে। বাংলাদেশ এ মুহুর্তে র্যাঙ্কিংয়ের সাতে অবস্থান করছে। আইসিসি এই
পরিকল্পনাতেই বিশ্বকাপের প্রস্তুতি নিচ্ছে। আর সেজন্যই বাংলাদেশ থেকে
কোয়ালিফাইং রাউন্ডের খেলাও সরিয়ে নেয়া হয়েছে।
আইসিসির
সভা শেষে রবিবার দেশে ফিরে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, 'এখন
পর্যন্ত র্যাঙ্কিংয়ের যা অবস্থা তাতে করে বাংলাদেশ সরাসরি বিশ্বকাপ খেলার
সম্ভবনা জোরালো। আমাদের কাছে মনে হচ্ছে না বাংলাদেশকে বাছাইপর্ব খেলতে হবে।
এ ব্যাপারে আইসিসি যেমন পরিকল্পনা গ্রহন করছে আমরাও তেমন পরিকল্পনার মধ্যে
রয়েছি। আশা করি বাংলাদেশ সরাসরিই বিশ্বকাপে অংশ নিতে পারবে। দলগুলোর সঙ্গে
ব্যবধান এতো বেশি যে বাংলাদেশের অন্য কিছু হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে না।
'
উল্লেখ্য,
এ মুহূর্তে বাংলাদেশ র্যাঙ্কিংয়ের সাতে রয়েছে। রেটিং পয়েন্ট ৯৪।
বাংলাদেশের পরে আছে শ্রীলঙ্কা। তাদের রেটিং পয়েন্ট ৯১। ৭৭ পয়েন্ট নিয়ে নয়ে
ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশকে শ্রীলঙ্কা টপকাতে পারলেও ওয়েস্ট ইন্ডিজ আর
টপকাতে পারবে না। ফলে সরাসরি বিশ্বকাপের রাস্তা খুলে গেছে বাংলাদেশের। চলতি
বছরের সেপ্টেম্বর পর্যন্ত যে আটটি দল র্যাঙ্কিংয়ের শীর্ষ আটে থাকবে তারা
২০১৯ সালের বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ পাবে।