উত্তর কোরিয়ার ওপর যুক্তরাষ্ট্র ও জাপানের সমন্বিত চাপ

অনলাইন ডেস্কঃ উত্তর কোরিয়ার ‘ক্রমবর্ধমান হুমকির’ লাগাম টেনে ধরার প্রচেষ্টায় যুক্তরাষ্ট্র ও জাপান ঐক্যবদ্ধ হয়েছে। এদিকে পিয়ংইয়ং তাদের পরমাণু কর্মসূচি এবং যুদ্ধ সংক্রান্ত অন্যান্য প্রচেষ্টা জোরদার করেছে। খবর এএফপি’র।

হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়, টেলিফোনে আলাপকালে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে আবারো নিশ্চিত করেন, যুক্তরাষ্ট্র ও জাপান জোট উত্তর কোরিয়ার যেকোন হুমকি মোকাবেলায় প্রস্তুত।

বিবৃতিতে আরও বলা হয়, এ দুই নেতা উত্তর কোরিয়ার শাসককে এ ধরণের চরম ঝুঁকিপূর্ণ পথ থেকে সরে আসতে বাধ্য করার বিষয়ে ঐক্যবদ্ধভাবে চাপ বাড়ানোর অঙ্গীকার করেন।

হোয়াইট হাউস জানায়, এছাড়া ট্রাম্প টেলিফোনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে কথা বলার সময়ও উত্তর কোরিয়ার পারমাণবিক ও ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের ক্রমবর্ধমান হুমকির বিষয় তুলে ধরেন।

এ সময় উভয় নেতা উত্তর কোরিয়াকে পরমাণু অস্ত্র মুক্ত করার ব্যাপারে তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। তবে হোয়াইট হাউস দক্ষিণ চীন সাগরে বিতর্কিত দ্বীপপুঞ্জ নিয়ে ট্রাম্প ও শি’র মধ্যে সম্ভাব্য আলোচনার ব্যাপারে কিছু উল্লেখ করেনি।

Post a Comment

Previous Post Next Post