মালয়েশিয়ায় আটক শ্রমিকদের সমস্যা সমাধানে উদ্যোগ নেয়া হচ্ছে

অনলাইন ডেস্কঃ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জাবেদ আহমদ বলেছেন, মালয়েশিয়ায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক বাংলাদেশের শ্রমিকদের বিষয়ে সৃষ্ট সমস্যা সমাধানের লক্ষ্যে পদক্ষেপ নিতে সরকারের পক্ষ থেকে বিভিন্ন উদ্যোগ নেয়া হচ্ছে।

সোমবার তিনি সাংবাদিকদের জানান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি বর্তমানে মালয়েশিয়ায় ব্যক্তিগত সফরে মালয়েশিয়ায় অবস্থান করছেন। তিনি সেখানে বাংলাদেশ মিশনের কর্মকর্তাদের সঙ্গে এ বিষয়ে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন।

মালয়েশিয়ার সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে এ বিষয়ে অন্য দেশের পরবর্তী পদক্ষেপসমূহ বিশেষ নজরে রাখার জন্য বাংলাদেশ মিশনের কর্মকর্তারা বেশ তৎপর রয়েছেন বলে জানান তিনি।

জাবেদ আহমদ আরও বলেন, রোববার বাংলাদেশ মিশনের কর্মকর্তাদের সঙ্গে আমাদের কথা হয়েছে। আমরা এ বিষয়টি নিয়ে আলোচনা করছি এবং মালয়েশিয়ার বাংলাদেশ মিশনের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করছি। অন্য দেশ কি করছে তাও খোঁজ-খবর নেয়া হচ্ছে।

Post a Comment

Previous Post Next Post